Thursday, November 13, 2025

CBI হাজিরা নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ

Date:

SSC নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়কে CBI দফতরে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
সিঙ্গেল বেঞ্চ। আজ, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে নিজাম প্যালেসে CBI-এর মুখোমুখি হতে হবে প্রাক্তন পার্থবাবুকে। অন্যথায় তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে পারবে।

আদালতের এমন নির্দেশের পরই রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। CBI অধিকারিকরাও জিজ্ঞাসাবাদের জন্য তৎপরতার শুরু করে দিয়েছেন। নিজাম প্যালেসে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে।

এরই মধ্যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী অনিন্দ্য মিত্র তাঁর হয়ে আবেদন জানিয়েছেন। অনিন্দ্য মিত্র বলেন, আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। কিন্তু আদালত এটা ঠিক করে দিতে পারে না তদন্তের স্বার্থে কাকে ডাকতে হবে। তদন্তকারী সংস্থার যে কাজ তা আদালত করছে। সেটা আদালত করে দিতে পারে না। এই মর্মে ডিভিশন বেঞ্চে আবেদন করেন পার্থবাবুর আইনজীবী। এবিষয়ে মামলা করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। দুপুর সাড়ে তিনটে এই মামলার শুনানি বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Wriddhiman Saha: বাংলার হয়ে আর খেলতে চাননা ঋদ্ধি, সিএবি থেকে চাইলেন ‘এনওসি’: সূত্র

প্রসঙ্গত, আজ বুধবার ১১১ পাতার নির্দেশনামায় SSC নিয়োগ মামলায় CBI তদন্তেই সিলমোহর দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। এই ঘটনাকে “Public Shame” বলে আখ্যা দেয় ডিভিশন বেঞ্চ। বহাল রাখে সিঙ্গল বেঞ্চের নির্দেশকে। ডিভিশন বেঞ্চ এদিন বাগ কমিটির রিপোর্ট গ্রহণ করে এবং সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপের দরকার নেই বলে স্পষ্ট জানিয়ে দেয়। এরপরই সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে CBI হাজিরার নির্দেশ দেন।




Related articles

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...
Exit mobile version