Saturday, August 23, 2025

প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোলেন পার্থ

Date:

Share post:

প্রায় সাড়ে তিন ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দফতর থেকে বেরোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সন্ধেয় ৬ টা বাজার প্রায় মিনিট পনেরো আগেই কলকাতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার
সদর দফতর নিজাম প্যালেসে পৌঁছে যান পার্থ। রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ সিবিআই দফতর থেকে বেরিয়ে আসেন পার্থ। নিজাম প্যালেস থেকে পার্থ বাইরে বেরোতেই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা। যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর না দিয়েই সোজা নিজের গাড়িতে উঠে পড়েন তিনি। তাঁর সঙ্গে আইনজীবী এবং নিরাপত্তারক্ষীরা ছিলেন।

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ মেনে নিজাম প্যালেসে পৌঁছান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালত অবমাননা এড়াতে আইনজীবীদের পরামর্শে এদিন ৬ টা বাজার ১৫ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ ।  জানা গিয়েছে সিবিআই আধিকারিকরা চার পাতার প্রশ্নপত্র নিয়ে তৈরি হয়েছিলেন।  এদিকে এদিনই বিকেল চারটের সময় সুপারিশ কমিটির চার সদস্যকে ডেকে পাঠানো হয়েছিল। তাদের বয়ানের সঙ্গে পার্থর জবাব মিলিয়ে দেখা হতে পারে। সকলকে একসঙ্গে বসিয়ে জেরা করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  এসএসসি  নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।  বুধবার সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী।   এদিন দুপুর সাড়ে তিনটের সময় মামলাটি বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে ওঠে। কিন্তু আবেদনে পদ্ধতিগত ত্রুটির কারণে তা ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ পরামর্শ দেয় জরুরি বিষয় হলে প্রধান বিচারপতির কাছে আবেদন করা যেতে পারে।

আরও পড়ুন- SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পদত্যাগ, দায়িত্বে এলেন IAS শুভ্র চক্রবর্তী

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...