Monday, August 25, 2025

মাওবাদী নেই, গুজব ছড়ানো চেষ্টা হচ্ছে: ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

মাওবাদী নেই- ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, মাওবাদীদের নামে হাতে লেখা পোস্টার সাঁটিয়ে গুজব ছড়ানো হচ্ছে। একই সঙ্গে পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন তিনি।

বুধবার প্রশাসনিক বৈঠকে থেকে মুখ্যমন্ত্রী বলেন, স্যোশাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। পুলিশ সুপার-সহ উচ্চপদস্থ আধিকারিকদের এই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে নির্দেশ দেন মমতা।

মুখ্যমন্ত্রী জেলার পুলিশকর্তাদের জিজ্ঞাসা করেন, সন্ধের ৬টার পরে বাইরে না বেরোনোর কোনও নির্দেশ থানাগুলি থেকে দেওয়া হয়েছিল কি না? পুলিশ -প্রশাসনের কর্তারা জানিয়ে দেন, এমন কিছু বলা হয়নি। এরপর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘তার মানে এটা খুব গোপনে কেউ গুজব ছড়িয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার জন্য। মাথায় রাখবেন, কেউ আতঙ্ক ছড়াচ্ছে। নেটমাধ্যমেও নজর রাখবেন। আবার মাওবাদীদের নাম করে মিথ্যা কথাও বলে যে, ‘মাওবাদী আসছে, মাওবাদী আসছে।’ কেউ নিজে একটা হাতে পোস্টার লিখল। অনেকে আবার সেই পোস্টারের ছবি তুলে বিক্রি করল। আর এ দিকে লোকের মধ্যে আতঙ্ক রটিয়ে দিল।’’

বৈঠকে পুলিশ (Police) এবং প্রশাসনকে নজর রাখতে বার্তা দেন মুখ্যমন্ত্রী। বেলপাহাড়ির আইসি বিশ্বজিৎ বিশ্বাসের (Biswajit Biswas) কাছে সিআরপিএফ (CRPF) ক্যাম্প সম্পর্কে জানতে চান। এলাকায় বাইরে থেকে কাউকে ঢুকতে দেখছেন কি না সে বিষয়েও বিশ্বজিতের কাছে জানতে চান মমতা। উত্তর তিনি জানান, ওখানে পাঁচটি রাস্তার মাধ্যমে ঝাড়খণ্ডের সঙ্গে যোগাযোগ আছে। নাকাতল্লাশিও চলছে। পাশাপাশি, সিসি ক্যামেরাও বসানো হয়েছে। স্থানীয়দের সঙ্গেও পুলিশ-প্রশাসন যোগাযোগ রাখে।

 

Related articles

আইলিগ নিয়েও ধোঁয়াশা, বিরক্ত ডায়মন্ডহারবার কোচ কিবু

আইএসএল(Indian Super League) কবে শুরু হবে তা নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। আদালতের তরফে ফেডাশেরন(AIFF) এবং এফএসডিএলকে(FSDL)...

কালা কানুনের বিরাট সওয়াল শাহর, জীবনে কার্যকর হবে না, কটাক্ষ কুণালের

দেশের রাজনৈতিক ব্যবস্থায় না কি বিরাট পরিবর্তন আনছেন মোদি। রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীও জেলে গেলে পদ খোয়াবেন। আবার...

1+1=3: সুখবর শোনালেন পরিণীতি-রাঘব

বিয়ের পর থেকেই পরিণীতির (Pariniti Chopra) প্রেগনেন্সি নিয়ে নানা গুজব ছড়ায়। কখনও নায়িকার পোশাক বা কখনও স্বামী রাজনীতিবিদ...

কৃষ্ণনগরে বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে গুলি করে খুন!

বাড়ির দোতলায় উঠে প্রথমবর্ষের কলেজ ছাত্রীকে (College Student) গুলি (Fire) করে খুন। ঘটনায় তীব্র চাঞ্চল্য কৃষ্ণনগরে। সোমবার, দুপুর...
Exit mobile version