Friday, November 14, 2025

নতুন সংস্করণ(Remake)তৈরি হচ্ছে রাজেশ খান্না(Rajesh Khanna)এবং অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)অভিনীত ৭০ এর দশকের জনপ্রিয় কালজয়ী ছবি ‘আনন্দের'(Anand)!হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘আনন্দ’-এর শেষ দৃশ্যে রাজেশ খান্নার ‘বাবুমশাই’ডাক এবং সঙ্গে অমিতাভর সংলাপ শুনে, দেখে পুরনো প্রজন্ম তো বটেই নতুন প্রজন্মের চোখও জলে ভরে ওঠে।মৃত্যু অনিবার্য,জীবন প্রতি মুহূর্তের, তাই জীবনের সব সৌন্দর্য,রুপ, রস,বর্ণ চেটেপুটে উপভোগ করে নাও এটাই ছিল ছবির মূল উপজীব্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকের মনে তাই পাকাপাকি জায়গা করে নিয়েছে এই ছবি এবং ছবির অনুভূতি।

কিন্তু আবার ‘আনন্দ’-এর রিমেক? দীর্ঘ ৫০ বছর পর বলিউডে এমন একটা ছবির নতুন সংস্করণ তৈরির খবরে বেশ ভীত হয় পড়েছেন অগণিত ভক্তকুল। এমন একটা ছবির রিমেক তাঁরা ভাবতে পারছেন না।

১৯৭১ সালে মুক্তি পায় ‘আনন্দ’। প্রযোজনায় ছিলেন এন সি সিপ্পি। তাঁর নাতি সমীর রাজ সিপ্পি সম্প্রতি জানালেন,‘আনন্দ’-এর নতুন সংস্করণ আসছে। এই ছবির  প্রযোজক বিক্রম খাখর। জানা গেছে’ আনন্দ’এর রিমেকের চিত্রনাট্য তৈরির কাজ চলছে তবে  চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
রিমেকের জন্য কেন বাছা হল এই ছবিকেএই বিষয় সমীর রাজ সিপ্পির মতে, ‘আনন্দ’-এর মতো গল্প নতুন প্রজন্মের কাছেও তুলে ধরা জরুরি। মূল ছবির সংবেদনশীলতা এবং আবেগের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মকে এমন অনেকগুলি গল্প পুনরায় বলা দরকার, যা আজও খুব প্রাসঙ্গিক।

রিমেকের ঘোষণা দেখেই শোরগোল নেটমহলে কেউ লিখেছেন, ‘দয়া করে আমাদের জন্য ছবিটি নষ্ট করবেন না। এটা একটা ক্লাসিক।’ কেউ বা বলেছেন, ‘এই ছবিতে নতুন অভিনেতা কাউকেই মানাবে না। এ আবার হয় নাকি!’অনেকে আবার বলছেন, ‘এর থেকে খারাপ খবর হয় না!’ যদিও নির্মাতাদের দাবি, নতুন ‘আনন্দ’ নতুন করে বাঁচার গল্পই বলবে।




Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version