Sunday, May 4, 2025

২০২৪-এ হেরে যাওয়া ভয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। বৃহস্পতিবার, ঝাড়গ্রামের (Jhargram) কর্মিসভা থেকে বিজেপি (BJP) তথা মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিজেপি বাংলায় হেরে গিয়ে এখন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। “তৃণমূল স্তব্ধ হয় না জব্ধ করে”- মন্তব্য মমতার।

বৃহস্পতিবার ঝাড়গ্রামে কর্মিসভার মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করেন মমতা। বলেন, হেরে গিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে বিজেপি। আর বদনাম করার হাতিয়ার হিসাবে কেন্দ্রীয় সরকারি এজেন্সি কাজে লাগাচ্ছে তারা। এভাবে তৃণমূলকে রোখা যাবে না বলেও সাফ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কটাক্ষ করে মমতা বলেন, “বিজেপি পার্টি তুঘলকি রাজত্ব চালাচ্ছে দেশে। কয়েকটা কেন্দ্রীয় সরকারি এজেন্সি দিয়ে তুঘলকি কাণ্ড চালাচ্ছে। নাগরিক অধিকার নেই। সব অধিকার খর্ব করে দিয়েছে।“

“এখানে হেরে গিয়ে ভয় পাচ্ছে। ২০২৪ এ লোকসভা জিততে হবে না? তাই এখন থেকে মিথ্যে কথা বলে।”- তৃণমূল সুপ্রিমো বলেন, এখানে হিংসা-হিংসা করে বাংলাকে বদনাম করা ষড়যন্ত্র করছে বিজেপি। বাংলায় কোথায় হিংসা? একটা-দুটো ঘটনা হলেও তৎক্ষণাৎ পদক্ষেপ করে পুলিশ-প্রশাসন। মমতা বলেন, ধমকিয়ে-চমকিয়া তৃণমূলকে আটকে রাখা যাবে না।



Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version