SSC: নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব CPIM, বেহালায় সুজন-কৌস্তভদের নেতৃত্বে মিছিল

বেহালায় মিছিল করল সিপিআইএম।

এসএসসি দুর্নীতি মামলা নিয়ে বুধবারের পরে বৃহস্পতিবারও সরগরম রাজ্য-রাজনীতি। SSC- নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে এদিন সন্ধেয় বেহালায় (Behala) মিছিল করল সিপিআইএম। ‘চোর ধরো জেল ভরো’ স্লোগান দিয়ে বেহালা পশ্চিমের শীলপাড়া থেকে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে তারা। অংশ নেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, কৌস্তভ চট্টোপাধ্যায়, শমিতা হর চৌধুরী-সহ CPIM-এর নেতা-কর্মীরা।

বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, কে বা কারা কী চুরি করেছে, তা রাজ্যের মানুষ জানেন। তাঁরা চান এ বার সেই সব চোরেদের জেলে ভরা হোক। কৌস্তভ চট্টোপাধ্যায় (Kaustav Chatterjee) বলেন, এটা লজ্জাজনক। বাম জমানায় এই ধরনের ঘটনা ঘটেনি বলে দাবি তাঁর। একই সঙ্গে কৌস্তভ জানান, SCC-র যে তালিকা নিয়ে অভিযোগ, তা অবিলম্বে বাতিল করে মেধা তালিকার ভিত্তিতে স্বচ্ছভাবে নিয়োগ করা হোক- এটাই তাঁদের দাবি।

আরও পড়ুন:কলকাতা পুরসভার বিরুদ্ধে দায়ের মামলায় CBI তদন্তের নির্দেশ আদালতের, মেয়র ছিলেন শোভন

 

 

Previous articleকলকাতা পুরসভার বিরুদ্ধে দায়ের মামলায় CBI তদন্তের নির্দেশ আদালতের, মেয়র ছিলেন শোভন
Next articleকলকাতায় করিশ্মা! চায়না টাউনের রাস্তায় শুটিংয়ে কাপুরকন্যা