বড় বিপাকে পড়লেন বরিষ্ঠ কংগ্রেস(Congress) নেতা নভজোৎ সিং সিধু(Navjot Singh Sidhu)। ৩ দশক পুরনো এক পথ-হিংসা মামলায় বৃহস্পতিবার সিধুকে এক বছর জেলের সাজা শোনালো দেশের শীর্ষ আদালত(supreme court)।

জানা গিয়েছে, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর রাস্তায় গুরনাম সিং(Gurnam Singh নামের এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে সিধুর। বচসা থেকে ক্রমশ তা হাতাহাতিতে পৌঁছয়। অভিযোগ, ওই ব্যক্তিকে গাড়ি থেকে বার করে মারধর করেন তিনি। তাতে মাথায় আঘাত পান ওই ব্যক্তি এবং তা থেকেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। মামলায় ২০১৮ সালে সুপ্রিম কোর্ট সিধুকে ১ হাজার টাকা জরিমানা করেছিল। এবং আদালতের তরফে জানানো হয়েছিল, সিধুর মারেই গুরনামের মৃত্যু হয়েছে, এমন কোনও প্রমাণ নেই। এরপর আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানান মৃতের পরিবার। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে সিধুকে এক বছরের সাজা শোনালো আদালত। পাশাপাশি অবিলম্বে সিধুকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
