Tuesday, November 11, 2025

হত্যা নয়, পল্লবীর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টও বলছে আত্মহত্যাই করেছেন অভিনেত্রী

Date:

প্রাথমিক রিপোর্টে ইঙ্গিত মিলেছিল। এবার ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টও বলছে হত্যা নয়, টেলি অভিনেত্রী পল্লবী দে আত্মহত্যাই করেছেন। পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর মূলত আর্থিক প্রতারণার অভিযোগ গ্রেফতার করা হয়েছে। আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। কিন্তু খুন করা হয়নি পল্লবীকে। ফলে অভিনেত্রীর পরিবারের তরফে আনা খুনের অভিযোগ কার্যত ভুল প্রমাণ করছে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট।


আরও পড়ুন: সাতসকালে বেপরোয়া লরির ধাক্কায় আহত ৫


গত, রবিবার সকালে গড়ফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পল্লবীর ঝুলন্ত দেহ। সেইদিন থেকেই লিভ-ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তী বলে আসছিলেন, তিনি ধূমপান করতে বাইরে এসে ছিলেন। তারপর ঘরে ফিরে দেখেন ঝুলন্ত অবস্থায় রয়েছেন পল্লবী। কিন্তু সাগ্নিকের কোনও কথাই মানতে নারাজ ছিল পল্লবীর পরিবার। গরফা থানায় সাগ্নিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন অভিনেত্রীর বাবা। এরপর মঙ্গলবার সাগ্নিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। গতকাল, বুধবার তাঁকে তোলা হয় আলিপুর আদালতে। সেখানে সরকারি আইনজীবী রাধানাথ রং জানান, খুনের সম্ভাবনা-সহ সাগ্নিকের বিরুদ্ধে আনা সব অভিযোগ পুলিশ তদন্ত করে দেখছে। আর্থিক প্রতারণার বিষয়টি খতিয়ে দেখার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই করা হচ্ছে। আদালতের নির্দেশে সাগ্নিক ও পল্লবীর মোবাইল ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
src=”https://bbs.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2022/05/04193824/Bharat-Technology.jpg” alt=”” width=”300″ height=”390″ />




কিন্তু আদালতে সাগ্নিকের আইনজীবী অর্ঘ্য গোস্বামী শুরু থেকেই আত্মহত্যার তত্ত্ব নিয়ে অনড় ছিলেন। আদালতেও তিনি বলেছেন, পুরো বিষয়টির মিডিয়া ট্রায়াল চলছে। আত্মহত্যার ঘটনাকে খুন বলে বাজার গরম করার চেষ্টা হচ্ছে। দু’পক্ষের সওয়াল-জবাবের পর ২৬ মে পর্যন্ত অভিযুক্ত সাগ্নিকের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এরপরই ময়নাতদন্তের পূর্নাঙ্গ রিপোর্ট পুলিশের হাতে আসে। সেই রিপোর্ট কোনওভাবেই খুনের তত্ত্ব খাড়া করছে না।

Related articles

দেশে বিস্ফোরণ, বিদেশে ‘ফটোশুটে’ প্রধানমন্ত্রী! তোপ তৃণমূলের

পহেলগামে নিরীহ পর্যটকদের একেবারে টার্গেট করে হত্যা করল সন্ত্রাসবাদীরা। সোমবারের দিল্লির বিস্ফোরণেও আগে থেকে সতর্কবার্তা ছিল দিল্লিসহ (Delhi)...

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...
Exit mobile version