Sunday, November 9, 2025

রাজ্যবাসীকে যাতে জলযন্ত্রণা না পোহাতে হয়, সেজন্য সদা সজাগ থাকে বাংলা। আর বিজেপি শাসিত রাজ্যের ত্রিপুরাতে দেখা গেল ঠিক তার উলটো ছবি। একবেলার বৃষ্টিতে বেহাল দশা ত্রিপুরায়। আগরতলা স্মার্ট সিটিতে প্রায় কোমর সমান জল জমায় নাজেহাল ত্রিপুরাবাসী। কার্যত বন্ধ হয়ে যায় নাগরিক পরিষেবা ৷ ব্যাপক যানজট তৈরি হয়। দোকান কার্যত বন্ধ করে দিতে হয় ব্যবসায়ীদের। বিজেপি শাসিত এই রাজ্যে একবেলার বৃষ্টিতে এই বেহাল দশা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


আরও পড়ুন: দেড়মাস পর বাড়ি ফিরছেন অনুব্রত, প্রিয় নেতাকে স্বাগত জানাতে তৈরি বোলপুর


আগরতলা স্মার্ট সিটিতে একবেলার বৃষ্টিতে নাগরিক জীবন কার্যত বিপর্যস্ত। এই ছবি ধরা পড়েছে দেশের একাধিক সংবাদমাধ্যমে। কিন্তু এর দায় কার? নাগরিকদের পরিষেবা দেওয়ার দায়িত্ব যাঁদের হাতে রয়েছেন , কোথায় তাঁরা? গোটা ঘটনার দায় এড়িয়েছেন বিজেপি। এমনকী গোটা ঘটনার জন্য বামেদের দায়ী করেছে বিজেপি। যদিও গোটা ব্যর্থতার দায় এই বিজেপি সরকারের বলে একযোগে আক্রমণ শানিয়েছেন বাম, কংগ্রেস, তৃণমূল। বামেদের তরফে উল্লেখ করা হয়েছে সরকার ও পুরসভা দুই বিজেপির৷ এই ঘটনায় বাম-বিজেপি উভয়েই রাজ্যবাসীর কথা না ভেবে একে অপরের কোটে বল ছুঁড়েছেন।




জল খানিকটা নামলে রাজ্যের বর্তমান ও সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী দু’জনেই পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামেন।তারপরই একগুচ্ছ নির্দেশিকা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাণিক সাহা। যদিও কবে এই দুর্ভোগ থেকে মুক্তি পাবেন নাগরিকরা, তা নিয়ে অনিশ্চিত আগরতলাবাসী।

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...
Exit mobile version