Thursday, August 21, 2025

Virender Sehwag: ভারতের সফল অধিনায়ক হিসাবে বিরাটের থেকে সৌরভকে এগিয়ে রাখলেন সেহবাগ

Date:

বিরাট কোহলির ( Virat Kohli)থেকেও ভারতের সফল অধিনায়ক হিসাবে প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই ( Sourav Ganguly) এগিয়ে রাখলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag)। একটি অনুষ্ঠানে এসে বীরু বলেন, পরিসংখ্যানের দিক দিয়ে যতই অধিনায়ক হিসেবে কোহলি এগিয়ে থাকুন না কেন, নতুন ক্রিকেটার তুলে আনার ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায়ই এগিয়ে থাকবেন।

এক সাক্ষাৎকারে সেহবাগ বলেন,” সৌরভ একটা নতুন দল গড়েছিল। নতুন ছেলেদের তুলে এনেছিল। আর ওদের ক্রিকেট জীবনের ওঠা-পড়ায় সব সময় পাশে ছিল। আমার সন্দেহ আছে, কোহলি সেই কাজটা করেছিল কি না। আমার কাছে সেরা অধিনায়ক হল সে, যে একটা দল তৈরি করবে। আর সতীর্থ ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাবে। কোহলি কারও কারও ক্ষেত্রে সেটা করেছে। আবার কারও কারও ক্ষেত্রে সেটা করেনি। তাই আমি সৌরভকেই এগিয়ে রাখব।”

অধিনায়ক হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে টেস্টে ২১টি জয়, ১৫টি ড্র এবং ১৩টি ম্যাচ হারতে হয়েছিল। জয়ের শতাংশ হল ৪২.৮৫। অন্য দিকে অধিনায়ক কোহলির জয়ের শতাংশ হল ৫৮.৮২। কিন্তু সৌরভের নেতৃত্বে অনেক তারকা ক্রিকেটার উঠে আসেন। সেহবাগ তো বটেই, এছাড়াও জাহির খান, হরভজন সিং, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, ইরফান পাঠানদের মতন ক্রিকেটারদের দেরও উত্থান ঘটেছিল।

আরও পড়ুন:Sourav Ganguly: ঠিকানা বদলাচ্ছেন মহারাজ, বেহালার বাড়ি ছেড়ে যাচ্ছেন এই নতুন ঠিকানায়

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version