Saturday, August 23, 2025

ভারতের ভূখণ্ডে ঢুকে সেতু বানিয়েছে চিন, স্বীকার করল কেন্দ্র

Date:

ভারতের(India) ভূখণ্ডে প্রবেশ করে চিন(China) সেতু নির্মাণ করেছে। অবশেষে একথা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিদেশ মন্ত্রকের(Forigen Ministry) মুখপাত্র অরিন্দম বাগচি(Arindam Bagchi) জানালেন, “আমরা চিনের তরফের দ্বিতীয় সেতু তৈরি করার খবর পেয়েছি। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমরা মনে করছি এই জায়গা দখল করা হয়েছে। এ ব্যাপারে চিনের সঙ্গে আলোচনা চলছে।”

উল্লেখ্য, লাদাখের প্যাংগং লেকের উপর ২০২১ সালে প্রথম সেতুটি নির্মাণের কাজ শুরু করেছিল চিন। গত এপ্রিল মাসে সেই সেতু নির্মাণের কাজ শেষ হয়। আর সেই সেতু ব্যবহার করেই ক্রেন-সহ নির্মাণ সামগ্রি আনা হচ্ছে দ্বিতীয় সেতু গড়ার জন্য। জানা গিয়েছে, দ্বিতীয় এই সেতু দিয়ে অস্ত্র সজ্জিত গাড়ি আনা আসা যাওয়া করতে পারবে। প্রথম সেতুটির থেকে আকার আয়তনে অনেকটাই বড় এই সেতু। সুত্রের খবর, খুরনক থেকে রোডক দিয়ে প্যাংগং হ্রদের দক্ষিণ তির পর্যন্ত পৌঁছানোর যে সরু পথ রয়েছে তার দৈর্ঘ ১৮০ কিলোমিটার। এই সেতু নির্মাণের ফলে এই দীর্ঘ পথ কমে হয়ে যাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

আরও পড়ুন:বাম আমলে জেলা-কলকাতার নেতারা কীভাবে চাকরি পেয়েছেন? তোপ দাগলেন কুণাল

এর পাশাপাশি গত সোমবার ভারতের ইস্টার্ন কমান্ডার ইন চিফ আরপি কালিতা জানান, অরুণাচল প্রদেশে আন্তর্জাতিক সীমান্তে পরিকাঠামো তৈরি করছে চিনা সেনা। সেখানে সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ৫জি মোবাইল পরিষেবা চালু করার ব্যবস্থা করছে বলে জানান তিনি। আরপি কলিতা আরও জানান, সীমান্তে চিন গ্রাম তৈরি করেছে একাধিক উদ্দেশ্যে। তবে পরিস্থিতির মোকাবিলায় ভারতও পরিকাঠামো উন্নয়ন করছে এবং পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।




Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version