Wednesday, May 14, 2025

ভারতের(India) ভূখণ্ডে প্রবেশ করে চিন(China) সেতু নির্মাণ করেছে। অবশেষে একথা স্বীকার করে নিল কেন্দ্রীয় সরকার(Central Govt)। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে বিদেশ মন্ত্রকের(Forigen Ministry) মুখপাত্র অরিন্দম বাগচি(Arindam Bagchi) জানালেন, “আমরা চিনের তরফের দ্বিতীয় সেতু তৈরি করার খবর পেয়েছি। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমরা মনে করছি এই জায়গা দখল করা হয়েছে। এ ব্যাপারে চিনের সঙ্গে আলোচনা চলছে।”

উল্লেখ্য, লাদাখের প্যাংগং লেকের উপর ২০২১ সালে প্রথম সেতুটি নির্মাণের কাজ শুরু করেছিল চিন। গত এপ্রিল মাসে সেই সেতু নির্মাণের কাজ শেষ হয়। আর সেই সেতু ব্যবহার করেই ক্রেন-সহ নির্মাণ সামগ্রি আনা হচ্ছে দ্বিতীয় সেতু গড়ার জন্য। জানা গিয়েছে, দ্বিতীয় এই সেতু দিয়ে অস্ত্র সজ্জিত গাড়ি আনা আসা যাওয়া করতে পারবে। প্রথম সেতুটির থেকে আকার আয়তনে অনেকটাই বড় এই সেতু। সুত্রের খবর, খুরনক থেকে রোডক দিয়ে প্যাংগং হ্রদের দক্ষিণ তির পর্যন্ত পৌঁছানোর যে সরু পথ রয়েছে তার দৈর্ঘ ১৮০ কিলোমিটার। এই সেতু নির্মাণের ফলে এই দীর্ঘ পথ কমে হয়ে যাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার।

আরও পড়ুন:বাম আমলে জেলা-কলকাতার নেতারা কীভাবে চাকরি পেয়েছেন? তোপ দাগলেন কুণাল

এর পাশাপাশি গত সোমবার ভারতের ইস্টার্ন কমান্ডার ইন চিফ আরপি কালিতা জানান, অরুণাচল প্রদেশে আন্তর্জাতিক সীমান্তে পরিকাঠামো তৈরি করছে চিনা সেনা। সেখানে সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ৫জি মোবাইল পরিষেবা চালু করার ব্যবস্থা করছে বলে জানান তিনি। আরপি কলিতা আরও জানান, সীমান্তে চিন গ্রাম তৈরি করেছে একাধিক উদ্দেশ্যে। তবে পরিস্থিতির মোকাবিলায় ভারতও পরিকাঠামো উন্নয়ন করছে এবং পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।




Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version