Friday, November 14, 2025

ভূপতিনগরে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপির মিছিল থেকে হামলা, জখম ৪

Date:

বিজেপি (BJP) বিধায়ক শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) নেতৃত্বাধীন মিছিল থেকে হামলা। জখম হন চারজন। শনিবার, বিজেপির থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের (East Midinapur) ভূপতিনগর। থানা ঘেরাও করতে গেলে বিজেপির মিছিল আটকায় পুলিশ। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তপ্ত হয়ে ওঠে ভূপতিনগর থানা সংলগ্ন এলাকা। গেরুয়া শিবিরের মিছিল থেকে ছোড়া ইটের আঘাতে জখম হন চারজন। অভিযোগ, থানার সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শাসকদলকে নিশানা করায় উত্তেজনা ছড়ায়।

শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভূপতিনগরের সুশীলা মোড়ে বিজেপির কর্মসূচি ছিল। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকরা তৃণমূলকে লক্ষ্য করে অশোভনীয় স্লোগান দেওয়ায় প্রতিবাদ করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দু’পক্ষের বচসা বেঁধে যায়। পুলিশ (Police) গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এরপর বিজেপি কর্মী-সমর্থকরা ভূপতিনগর থানা ঘেরাও করতে গেলে পুলিশ বাধা দেয়। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা। কর্মীদের উদ্দেশে শুভেন্দু বলেন, “কোনও বাধার কাছেই নতিস্বীকার নয়।” এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ।



Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version