Tuesday, November 4, 2025

ওজন বাড়ে বাড়ুক! পরোয়া নেই, ভরপুর আনন্দে বাঁচতে চান সোনাক্ষী

Date:

ওজন(Weight)বাড়ে বাড়ুক! আসল হল ভরপুর আনন্দ নিয়ে যে ভাবে প্রাণ চায় সেইভাবে বাঁচা। লোকে খোঁটা দেবেই,ওটাই তাঁদের কাজ। তাই ওইসব পাত্তা দেন না সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)।অভিনয়ের জগতে যাঁরা রয়েছেন তাঁরা চেহারা নিয়ে ভীষণ সচেতন। বাড়তি মেদ ঝরাতে,সুন্দর হতে, প্লাস্টিক সার্জারির দ্বারস্থ হন তারকারা।

সম্প্রতি কেরলের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী চেতনা রাজ প্লাস্টিক সার্জারি করাতে গিয়ে  দুর্ভাগ্যজনক ভাবে প্রাণ খোয়ালেন। তাও পরোয়া করেন না কেউ কারণ আগে রূপ তারপর সব। কিন্তু বলিউডে এত দিন কাজ করেও শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী তাঁদের চেয়ে বরাবর আলাদা। নিজেকে নিয়ে কোনও ছুঁতমার্গ নেই তাঁর। পৃথুলা সোনাক্ষীর গড়ন বেশ ঈর্ষণীয়। যথেষ্ঠ আত্মবিশ্বাসী তিনি নিজেকে নিয়ে।এবার তাঁর দোসর হয়েছেন হুমা কুরেশিও। তাঁদের একসঙ্গে দেখা যাবে ‘ডাবল এক্সএল’ ছবিতে।

ছবির চিত্রনাট্যকার মুদাসসর আজিজ জানান, সোনাক্ষী আর হুমাকে একসঙ্গে জমিয়ে খাওয়াদাওয়া করতে দেখেই তাঁর মাথায় ছবির কাহিনি আসে।সেই গল্প শুনে উৎসাহী হয়ে ওঠেন দুই অভিনেত্রী! এমন সুন্দর,জীবনের কাছাকাছি গল্প পেয়ে খুশি সোনাক্ষী।লোকজন যতই কটাক্ষ করুক, তাঁরা নিজেদের চেহারা নিয়ে আদৌ ভাবেন না।ওজন বাড়ে বাড়ুক,যে ভাবে প্রাণ চায় সে ভাবেই বাঁচার পক্ষপাতী তিনি ।

তাঁর ছবি পোস্ট হলেই সমালোচকরা তির্যক মন্তব্য করতে ছাড়েন  তবু নিজের খুশিতেই ইন্ডাস্ট্রিতে চলাফেরা করেন শত্রুঘ্ন-কন্যা।আসতে চলেছে পরিচালক সৎরাম রামানির ছবি ‘ডাবল এক্সএল’। পর্দা মানেই সুঠাম, বেতস লতার মতো শরীরী আবেদনময়ী নারী এমনটা হতে হবে কেন স্বাভাবিক সৌন্দর্যও ধরা দিতে পারেন যে কেউ  এটাই বঝাতে চান তিনি দর্শকদের।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, “আপনার যেমনই চেহারা হোক, লোকে তা নিয়ে কথা বলবেই। বলছেও। বিশেষত মহিলাদের ওজন একটু বেশি হলেই সবার চোখ টাটায়। তবে আমি কোনও দিন এ সব পাত্তা দিই না। এগুলোকে গুরুত্ব দেওয়ার দিন ফুরিয়েছে বলে মনে করি।”



Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version