Sunday, May 4, 2025

Mimi Chakraborty: সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

Date:

কথা দিয়েছিলেন মানুষের পাশে থাকবেন, যখনই দরকার হবে মানুষ তাঁকে পাশে পাবেন। কথা রাখলেন তৃণমূল (TMC) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এবার তাঁর উদ্যোগেই পাটুলিতে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির (Health and eye examination camp) এর আয়োজন করা হল।

সুস্থ থাকতে গেলে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। কিন্তু সব সময় স্থানীয় হাসপাতাল বা ডাক্তারের কাছে নানা কারণে যাওয়া সম্ভব হয় না। এবার পাশে দাঁড়ালেন যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। মূলত তাঁর উদ্যোগে এবং ১১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বরাজ কুমার মন্ডলের(Swaraj Kumar Mondal) সহযোগিতায় আজ অর্থাৎ রবিবার ২২ মে এবং আগামিকাল সোমবার ২৩ মে এই দু’দিনব্যাপী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।

ঘড়ির কাঁটায় ঠিক সকাল দশটা, শিবিরে উপস্থিত হন সাংসদ মিমি চক্রবর্তী, তাঁর সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধনে ছিলেন দেবব্রত মজুমদার । সাংসদ অফিসের পাশেই ‘অর্পণ’ নামের একটি বাড়িতেই এই শিবিরের আয়োজন। আজ ও আগামিকাল এই দুদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবিরের যাঁরা যাঁরা আসবেন বিনামূল্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে,  পাশাপাশি চক্ষু পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। ইয়ং ইন্ডিয়ান্স নামক এক এনজিও সংস্থা এই উদ্যোগ নিয়েছে। মঞ্চে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিমি চক্রবর্তী জানান, সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। তাই উদ্যোক্তা ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ দেন তিনি। পাশাপাশি এই শিবির থেকে চক্ষু পরীক্ষার পর প্রয়োজন হলে, মাত্র à§§à§« মিনিটের মধ্যে বিনামূল্যে চশমা দেওয়া হবে এমনকি কর্নিয়া বা ছানি অপারেশনের প্রয়োজন হলে দুসপ্তাহের মধ্যে বিনামূল্যে তা করে দেওয়া হবে বলেও এ দিন জানান তৃণমূল সাংসদ।



Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version