Sunday, November 16, 2025

সস্তার উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’, বিমানের ‘ফার্স্ট লুক’প্রকাশ্যে

Date:

শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে ভারতের নয়া বেসরকারি বিমান সংস্থা ‘আকাশ এয়ার’(Akash Air)। ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala)সস্তার  উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’ইতিমধ্যেই উড়ান মন্ত্রকের কাছ থেকে পেয়ে গেছে এনওসি  শংসাপত্র। জানা গেছে,’ আকাশ এয়ার’ এর বিমান আকাশে ডানা মেলতে পারে আগামী জুলাই মাসে। সোমবার এই নয়া সংস্থার বিমানের ছবি প্রকাশ্যে এল। আকাশ এয়ারের তরফেই ওই ছবি টুইট করা হয়। সঙ্গে ক্যাপশন দেওয়া হয় যাতে লেখা রয়েছে,“শান্ত থাকতে পারছি না! স্বাগত জানান আমাদের কিউ পি বিমানকে।” কিউ পি হল আকাশ এয়ারের কোড।

কিছুদিন আগেই দেশের বিমান পরিচালন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) জানিয়েছিল, আকাশ এয়ারের প্রথম বিমান জুন বা জুলাই মাসে কোম্পানির হাতে এলেও নির্দিষ্ট নিয়ম মেনে কয়েকটি পরীক্ষামূলক উড়ানের পরেই বাণিজ্যিক উড়ানে ছাড় দেওয়া হবে।এরপরেই সব জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবার তাদের বিমানের ছবি প্রকাশ্যে এল।

ইতিমধ্যেই  অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের ছাড়পত্র পেয়ে গিয়েছিল নয়া বিমান সংস্থাটি। এই সংস্থার ম্যনেজিং ডিরেক্টর বিনয় দুবে বলেন, “জুন মাসের মাঝামাঝি সময়ে আমাদের হাতে বিমান চলে আসবে। তা পেলেই আমরা অপারেটিং পারমিট পাওয়ার বিষয়ে একধাপ এগোতে পারব। এরপর নিয়মমতো পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করব। যার মাধ্যমে আমরা এওপি-র (এয়ার অপারেটর পারমিট) অনুমোদন পাব।”

প্রসঙ্গত, গতবছরেই শোনা গেছিল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা নতুন এয়ারলাইন্স চালু করতে চলেছেন।এই উড়ান পরিষেবার সাফল্যের চাবিকাঠি হবে এর খরচ। বলা হচ্ছে এই এয়ারলাইন্সে যাতায়াত হবে তুলনায় সাশ্রয়ী। ফলে অনেক বেশি মানুষ আকাশপথে সফর করতে পারবেন।

আরও পড়ুন- তাইওয়ানে চিন হামলা চালালে সেনা পাঠাবে আমেরিকা: স্পষ্ট বার্তা বাইডেনের

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version