Wednesday, May 14, 2025

মাঙ্কি পক্স সন্দেহ হলেই বেলেঘাটা আইডি-তে নিভৃতবাস, সাবধানতা রাজ্যের

Date:

মাঙ্কি পক্স(Monkey Pox)নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার। বিদেশ থেকে আসা কোনও ব্যক্তির মধ্যে যদি মাঙ্কি পক্সের উপসর্গ(Symptom)দেখা দেয় তাহলে তাঁকে নিভৃতবাসে(Isolation)রাখতে হবে। বেলেঘাটা আইডি হাসপাতাল হবে সেই নিভৃতবাসের ঠিকানা। এই বিষয় কেন্দ্রের যে সব নির্দেশিকা রয়েছে,তা মেনে চলা হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, মোট ১২টি দেশে ৮০ জন মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। যদিও এই অসুখে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।WHOএর পক্ষ থেকে প্রতিটি দেশকেই সতর্ক করা হয়েছে।এবার মাঙ্কি পক্স নিয়ে সতর্কমূলক ব্যবস্থা নিল রাজ্য সরকার।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২১ দিনের মধ্যে মাঙ্কি পক্স দেখা গিয়েছে, এমন দেশ থেকে যদি কোনও ব্যক্তি রাজ্যে প্রবেশ করেন, সে ক্ষেত্রে এই সতর্কতা মূলক ব্যবস্থা নিতে হবে। সেই ব্যক্তির মধ্যে মাঙ্কি পক্সের কোনও উপসর্গ থেকে থাকলে নিভৃতবাসে রাখতে হবে এবং তিনি আর কার কার সংস্পর্শে এসেছেন, সেটাও দেখা হবে।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘‘এখনও আমাদের দেশে মাঙ্কি পক্স আক্রান্তের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু রাজ্যে এমন কোনও আক্রান্তের খবর মিললে তার জন্য আগাম প্রস্তুতি নিয়েছে রাজ্য। যুদ্ধকালীন প্রস্তুতিতে ব্যবস্থা নেওয়া হবে।’’ মাঙ্কি পক্সের উপসর্গযুক্ত ব্যক্তির রক্তের নমুনা কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো পাঠানো হবে পুণের এনআইভি-তে।প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে ছিল মাঙ্কি পক্স তারপর তা ছড়িয়ে পড়ে ইউরোপ এবং আমেরিকাতেও।




Related articles

তুর্কি বয়কটের ডাক RSS-এর, চিন-তুরস্কে দ্বিচারিতা ভারতের

ভারতীয় সেনার তরফে প্রেস বিবৃতিতে বড় করে তুলে ধরা হচ্ছে পাকিস্তানের শক্তির পিছনে চিন ও তুরস্কের ভূমিকা। একের...

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...
Exit mobile version