Wednesday, November 12, 2025

গণছুটির ডাক স্টেশন মাস্টারদের, বিঘ্নিত হতে পারে রেল পরিষেবা

Date:

খালি রয়েছে হাজার হাজার শূন্যপদ। তবু নিয়োগ হচ্ছে না। এমনকী এ নিয়ে কোনও হেলদোলও নেই কেন্দ্রের। উল্টে বাড়তি চাপ বাড়ছে কাজের। তাই মোদি সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামছেন স্টেশন মাস্টাররা। চলতি মাসের শেষদিন অর্থ্যাৎ ৩১মে গণছুটি নিচ্ছেন স্টেশন মাস্টাররা। এর প্রভাবে বিঘ্নিত হতে পারে ট্রেন চলাচল পরিষেবা। দূরপাল্লার মেল থেকে এক্সপ্রেস চলাচল স্তব্ধ হয়ে যেতে পারে। এমনকী প্রভাব পড়তে পারে শহর–শহরতলির লোকাল ট্রেনেও।


আরও পড়ুন:ভারী বৃষ্টির সতর্কতা জারি, স্থগিত রাখা হল কেদারনাথ যাত্রা



অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স সংগঠনের তরফে জানানো হয়েছে,অবিলম্বে কেন্দ্র সরকারকে তাঁদের দাবিগুলি মানতে হবে। যত শূন্যপদ রয়েছে তাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। তাছাড়া স্টেশন মাস্টারদের একাধিক দাবিদাওয়া বিয়েও আলোচনায় বসতে হবে। আর তা না হলে ৩১ মে পরিষেবা বন্ধ রাখা হবে। সংগঠনের তরফে জানানো হয়, ‘আমরা আগামী ৩১ মে মাস ক্যাজুয়াল লিভের নোটিশ পেশ করেছি রেল বোর্ডের চেয়ারম্যানের কাছে। তাঁকে জানিয়েছি, রেল বোর্ডের কাছে এখনও ১০ দিন সময় আছে। তার মধ্যেই যেন সমস্যার সন্তোষজনক সমাধান বের করা হয়। নাহলে স্টেশন মাস্টাররা গণছুটি নেবে।’




স্টেশন মাস্টারদের বক্তব্য, এর আগে একাধিকবার তাঁরা তাঁদের দাবি নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। কিন্তু তাতে লাভ হয়নি। ফলে পরিষেবা বন্ধ রেখেই আন্দোলনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন স্টেশন মাস্টাররা। এই আন্দোলনে কাজ না হলে বৃহত্তরে আন্দোলনে তাঁরা নামবেন বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version