Sunday, August 24, 2025

Sourav Ganguly: ‘ওরা বড় ক্রিকেটার, মাঝে মধ‍্যে ছন্দ খারাপ হতেই পারে’, বিরাট-রোহিত প্রসঙ্গে বললেন মহারাজ

Date:

বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম নিয়ে চিন্তায় তাঁর ফ্যান থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা। ২০১৯ সাল থেকে বিরাটের ব‍্যাট থেকে দেখা নেই শতরানের। অপরদিকে বিরাটের মতন চলতি আইপিএলে ব‍্যর্থ রোহিত শর্মাও (Rohit Sharma)। তাই দুই ব‍্যাটারদের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। কারণ, এই বছর আইপিএল-এর পরে রয়েছে ঠাসা ক্রীড়াসূচী। টি-২০ বিশ্বকাপও এই বছরই। তবে এই দুই ব‍্যাটারের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন বোর্ড সভাপতি (Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি মনে করেন দ্রুতই ফর্মে ফিরবেন দুই ব্যাটার। এদিন মধ্য কলকাতার এক হোটেলে বানিজ্যিক সংস্থার প্রচারে এসেছিলেন বাংলার মহারাজ। সেখানে তিনি বলেন, “ওরা দীর্ঘ দিন ধরেই ক্রিকেট খেলছে। কেরিয়ারের এক একটা সময় এমনটা হয়। তবে তাতে ঘাবড়ানোর কিছু নেই। বিরাট তো আগের ম্যাচে খুব ভাল খেলেছে। সবচেয়ে বড় কথা যে সময় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের একটা বড় ইনিংস দরকার ছিল সেই সময় ও ভাল খেলেছে।”

ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের প্রশংসা করে সৌরভ আরও বলেন, ” এরা দুই জনেই অসাধারণ ক্রিকেটার। এটা নিয়ে কোনও সন্দেহ নেই। এটা একটা পর্যায় চলছে। এই খারাপ সময়টা কাটিয়ে দিতে পারলে ওরা আরও অনেকদিন ক্রিকেট খেলতে পারবে।”

ডিআরএস নেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যেই ভুল করে ফেলেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত। তবে এই বিষয়কে খুব একটা আমল দিতে নারাজ সৌরভ। তিনি সাফ জানিয়ে দেন, ”ভুল হবেই। ক্রিকেট মাঠে ভুল হয়। রোজ মাঠে ক্যাপ্টেন্সি করতে গেলে একটা-আধটা ভুল হয়। আমাদের ভুললে চলবে না, ও কিন্তু অধিনায়ক হিসেবেই পাঁচটা আইপিএল জিতেছে। ক্যাপ্টেন হিসেবে ওর রেকর্ড অসাধারণ।”

আরও পড়ুন:EastBengal: ‘আর মাত্র ১০ থেকে ১২ দিন,’লাল-হলুদের সঙ্গে ম‍্যানইউর চুক্তি নিয়ে বললেন মহারাজ

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version