Thursday, August 28, 2025

লকেটের মতই দিলীপ ঘোষকে বাইরের রাজ্যের দায়িত্ব দিয়ে বাংলা ছাড়া করছে বিজেপি

Date:

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি থেকে সর্বভারতীয় বিজেপির সহ-সভাপতি হয়েছেন। তবুও বাংলার বাংলার রাজনীতিতেই মনসংযোগ করেছেন দিলীপ ঘোষ। বাংলার রাজনীতির আবর্তে নিজেকে বন্দি রাখতে পছন্দ করেন তিনি। কিন্তু এবার সে গুড়ে বালি! রাজ্য রাজনীতি থেকে দূরত্ব বাড়ানো হচ্ছে দিলীপ ঘোষের। এবার বাংলার বাইরের আট রাজ্যের সাংগঠনিক দায়িত্বর কাজে দিলীপকে নিয়োজিত করতে চান কেন্দ্রীয় নেতারা।

বিজেপি সূত্রে খবর, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের লক্ষ্যে গোটা দেশেই ‘বুথ সশক্তিকরণ অভিযান’ শুরু করছে গেরুয়া শিবির। আর সেই কর্মসূচিতেই বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আন্দামান ও উত্তর-পূর্বের চার রাজ্য মণিপুর, মেঘালয়, অসম, ত্রিপুরার সংগঠন বৃদ্ধির দায়িত্ব দিলীপকে দেওয়া হয়েছে।

কিন্তু এই দায়িত্ব বৃদ্ধি কি বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির রাজনৈতিক উত্থান? না কি লকেট চট্টোপাধ্যায়ের মতোই বাংলা থেকে সুকৌশলে “অপসারণ” করা হচ্ছে তাঁকে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বিজেপি শিবিরের অন্দরে।

এই প্রসঙ্গে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে বলেন, ‘‘আমি সংগঠনের লোক। সংগঠন করতেই বেশি ভালবাসি। আমার কাছে সবার আগে দল। শীর্ষ নেতৃত্ব যেখানে যা দায়িত্ব দেবে, সেটাই অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব।

একটি মহলের দাবি বাইরের রাজ্যে দায়িত্বে পাঠিয়ে আসলে দিলীপ ঘোষকে বাংলা ছাড়া করতে চাইছে তাঁরই দল। বিষয়টি অবশ্য উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,
‘‘আমি তো বাংলার সাংসদ। আগে বাংলা থেকেই বিধায়ক ছিলাম। তবে এটা ঠিক যে, আমায় এখন বিভিন্ন রাজ্যে খুব বেশি সফর করতে হবে। সেক্ষেত্রে বাংলায় কাজের সময় কমবে।”

দিলীপ ঘোষকে রাজ্যের বাইরে পাঠানোর সিদ্ধান্তে বিজেপির একটি অংশ দারুণ খুশি। এই লবি সুকান্ত-শুভেন্দু-অমিতাভ চক্রবর্তীদের ঘনিষ্ঠ বলেই পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক দিলীপ বিরোধী গোষ্ঠীর এক নেতার কথায়, ‘‘দিলীপদা মাঝেমাঝেই এমন কিছু বেফাঁস মন্তব্য করে যে, জনমানসে
তা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের গোচরেও গিয়েছে। একাধিকবার যা নিয়ে বেশ কয়েকবার দিলীপ ঘোষকে ডেকে সতর্ক করা হয়েছে। বাইরের রাজ্যে দায়িত্ব দিয়ে আসলে দিলীপ ঘোষকে বাংলার রাজনীতি থেকে নিষ্ক্রিয় করা হল।”




Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version