Saturday, August 23, 2025

মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। জ্বালানি থেকে জীবনদায়ী ওষুধ, সবকিছুর দাম আকাশছোঁয়া। এরইমধ্যে খানিকটা স্বস্তি মিলল কেন্দ্রের পদক্ষেপে। ভোজ্য তেলের পর চিনির দামেও লাগাম দিতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।


আরও পড়ুন:Corona update: ফের দাপট, সংক্রমণ বাড়ল ২৭ শতাংশ, একদিনে মৃত্যু ১৭ জনের


মঙ্গলবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, বছরে ২০ লক্ষ টন করে সূর্যমুখী তেল এবং সয়াবিন তেল আমদানি করা যাবে। তার জন্য আমদানি শুল্ক এবং কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস দেওয়ার প্রয়োজন নেই। এর জেরে ভোজ্য তেলের দাম খানিকটা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ছ’বছরের মধ্যে এই প্রথম চিনি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী কিছু ক্ষেত্রে সর্বোচ্চ সীমাও বেঁধে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে বছরে ১ কোটি টনের বেশি চিনি রফতানি করা যাবে না। এর জেরে দেশবাসীকে স্বস্তি দিয়ে চিনির দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।


ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অপরিশোধিত, পরিশোধিত এবং সাদা চিনির রফতানি ২০২২ সালের ১ জুন থেকে নিয়ন্ত্রিত করা হবে৷’ ডিজিএফটি-র এই নির্দেশিকা ১ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকরী থাকবে৷


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক হল ভারত। এই পরিস্থিতিতে ভারত রফতানিতে রাশ টানায় বিশ্ব বাজারে চড়চড়িয়ে বাড়তে পারে চিনির দাম।তবে মধ্যবিত্তর হেঁশেলের আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version