Sunday, May 18, 2025

মূল্যবৃদ্ধিতে জেরবার সাধারণ মানুষ। জ্বালানি থেকে জীবনদায়ী ওষুধ, সবকিছুর দাম আকাশছোঁয়া। এরইমধ্যে খানিকটা স্বস্তি মিলল কেন্দ্রের পদক্ষেপে। ভোজ্য তেলের পর চিনির দামেও লাগাম দিতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।


আরও পড়ুন:Corona update: ফের দাপট, সংক্রমণ বাড়ল ২৭ শতাংশ, একদিনে মৃত্যু ১৭ জনের


মঙ্গলবার অর্থমন্ত্রকের তরফে জানানো হয়, বছরে ২০ লক্ষ টন করে সূর্যমুখী তেল এবং সয়াবিন তেল আমদানি করা যাবে। তার জন্য আমদানি শুল্ক এবং কৃষি পরিকাঠামো ও উন্নয়ন সেস দেওয়ার প্রয়োজন নেই। এর জেরে ভোজ্য তেলের দাম খানিকটা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ছ’বছরের মধ্যে এই প্রথম চিনি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকী কিছু ক্ষেত্রে সর্বোচ্চ সীমাও বেঁধে দেওয়া হয়েছে। অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী ১ জুন থেকে বছরে ১ কোটি টনের বেশি চিনি রফতানি করা যাবে না। এর জেরে দেশবাসীকে স্বস্তি দিয়ে চিনির দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।


ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেডের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অপরিশোধিত, পরিশোধিত এবং সাদা চিনির রফতানি ২০২২ সালের ১ জুন থেকে নিয়ন্ত্রিত করা হবে৷’ ডিজিএফটি-র এই নির্দেশিকা ১ জুন থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কার্যকরী থাকবে৷


বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনি উৎপাদক হল ভারত। এই পরিস্থিতিতে ভারত রফতানিতে রাশ টানায় বিশ্ব বাজারে চড়চড়িয়ে বাড়তে পারে চিনির দাম।তবে মধ্যবিত্তর হেঁশেলের আগুন খানিকটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version