Sunday, January 11, 2026

Kolkata: বাস স্টপে বই-এর র‌্যাক! অভিনব ভাবনা মহানগরীতে 

Date:

Share post:

বই পড়তে ভালোবাসেন না এরকম মানুষ খুব কমই আছেন। কিন্তু হাজার কাজের চাপে বই (Book) পড়ার সময়টা পাওয়া যায় না আজকাল। কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাঝে যে সময় বা অবসর পান, তাতে যদি বই পড়ার সুযোগ মেলে তাহলে?সেই কথা মাথায় রেখেই এবার থেকে বাসযাত্রীদের জন্য কলকাতার বাস স্টপে (Bus Stop in Kolkata) র‌্যাক ভর্তি বই! পরিকল্পনা ও ভাবনা আলিমুদ্দিনের বাসিন্দা তৌসিফ রহমান (Touseef Rahman)এর।

সকাল হোক বা দুপুর, বিকেল কিংবা রাত, বাস স্টপে দাঁড়িয়ে বা বসে বাসের জন্য অপেক্ষা করতে হয় কম বেশী সকলকেই। এইসময় হাপিত্যেশ করে থাকা বা মোবাইলে খুটখাট করা ছাড়া অন্য কোনও বিকল্প পথ নেই সময় কাটানোর।তৌসিফ বলছেন, এইটুকু সময়ের মধ্যে একটা ছোট গল্প অনায়াসে পড়ে শেষ করে ফেলা যায়। বিরক্তও হতে হবে না আর পড়ার অভ্যাসটাও বজায় থাকবে।আপাতত পুরনো বই দিয়েই এই ‘প্রতীক্ষালয় লাইব্রেরির’ পথ চলা শুরু হতে চলেছে। সঙ্গে থাকবে ম্যাগাজিন, ছোটদের গল্প, কমিকস, রোজকার খবরের কাগজ সবটাই। আপাতত জোড়া গির্জা বাস স্টপ থেকে শুরু হবে এই অভিনব উদ্যোগের পথ চলা। যদি সাফল্য মেলে তাহলে পরবর্তীতে সারা কলকাতা জুড়েই বিভিন্ন বাসস্টপে থাকবে প্রতীক্ষালয় লাইব্রেরী, এমনটাই আশা তৌসিফের। এই দিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম- এর(Firhad Hakim) সঙ্গে কথা বলবেন বলেও ঠিক করে রেখেছেন।

আলিমুদ্দিনের বাসিন্দা তৌসিফ রহমান বরাবরই একটু অন্যরকমের ভাবনায় বিশ্বাসী। এর আগে চলতি মানুষের গরমকালের দুর্ভোগের কথা ভেবে রাস্তায় ফ্রিজ রাখার ব্যবস্থা করেছিলেন। এবার বই-এর র‌্যাক সাজিয়ে রাখতে চলেছেন বাসস্টপে।



spot_img

Related articles

ভয়ে তালাবন্ধ হয়ে থাকতেন, তাতে রেহাই নেই: ওড়িশায় বাংলা বলায় মার খেয়ে ঘরে ফিরল রাজা

বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য ক্রমশ যেন আতঙ্কের জায়গা হয়ে উঠছে প্রতিবেশী রাজ্য ওড়িশা। প্রায় প্রতিদিন বেছে বেছে বাঙালিদের...

IND vs NZ ODI: চোটের জেরে ছিটকে গেলেন পন্থ, পরিবর্ত বেছে নিলেন নির্বাচকরা

আশঙ্কাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর দিনেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের...

কার নির্দেশে কোথা থেকে আচমকা আইপ্যাকে ইডি তল্লাশি: তথ্য ফাঁস কুণালের

কয়লা মামলার অজুহাতে আড়াই বছর পরে রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও কর্ণধারের বাড়িতে তল্লাশি অভিযান। আদতে নির্বাচনের...

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...