Saturday, November 8, 2025

আর পাঁচটি পেশার মানুষের মত যৌনকর্মীদের(Sex Worker) ও সমমর্যাদা ও সমান অধিকার রয়েছে। বুধবার যৌনপেশায় সঙ্গে যুক্তদের প্রসঙ্গে এমনই তাৎপর্যপূর্ণ নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট(Supreme court)। পাশাপাশি স্বেচ্ছায় এই পেশায় আসা কর্মীদের কাজে পুলিশি হস্তক্ষেপে ফৌজদারি মামলা দায়েরের প্রবণতাতেও লাগাম পরালো দেশের শীর্ষ আদালত।

বৃহস্পতিবার বিচারপতি এল নাগেশ্বর রাও-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। যার মাধ্যমে যৌনকর্মীদের অধিকার সুরক্ষিত থাকবে বলে মনে করছে শীর্ষ আদালত। আদালতের বক্তব্য, “যৌনকর্মীরাও আইনের চোখে সমান সুরক্ষার অধিকারী। যখন এটা স্পষ্ট যে, যৌনকর্মী এক জন প্রাপ্তবয়স্ক এবং সম্মতি সাপেক্ষেই যৌনতা বিক্রি করছেন, তখন পুলিশকে অকারণ হস্তক্ষেপ থেকে বিরত থাকতে হবে। কোনও ফৌজদারি ব্যবস্থাও গ্রহণ করা যাবে না। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এই দেশের প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার সুনিশ্চিত করেছে।” আদালতের স্পষ্ট বক্তব্য, যৌনপল্লীতে পুলিশি অভিযানে যৌনকর্মীদের গ্রেফতার ও হেনস্থা করা উচিত নয়, কারণ যৌনকর্ম বেআইনি নয়, শুধুমাত্র যৌনপল্লী চালানো বেআইনি।

আরও পড়ুন:দুর্নীতি দমনে এগিয়ে আসুক মেয়েরা: রাজ্য পুলিশে মহিলা ক্ষমতায়নে জোর মমতার

আদালতের তরফে আরও জানানো হয়েছে, যদি কোনও যৌনকর্মী তাঁর বিরুদ্ধে সংঘটিত অপরাধের অভিযোগ নিয়ে পুলিশের কাছে যান, তবে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে পুলিশকর্মীদের। বিশেষত, যদি যৌনকর্মী তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থা বা অপরাধের অভিযোগ নিয়ে আসেন, তা হলে দ্রুততার সঙ্গে তাঁর শারীরিক পরীক্ষা করে তদন্ত শুরু করতে হবে। মা যৌনপেশায় আছেন, শুধু সেই যুক্তিতে সন্তানকে তাঁর মায়ের কাছ থেকে সরিয়ে নেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট এইসকল সুপারিশের বিষয়ে কেন্দ্রীয় সরকারের মতামতও জানতে চেয়েছে। আগামী ২৭ জুলাই এই মামলার পরবর্তী শুনানি সেদিনই এ বিষয়ে কেন্দ্রের মতামত শুনবে দেশের শীর্ষ আদালত।




Related articles

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...
Exit mobile version