Friday, August 22, 2025

২৬ জুন ভোটে নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশে, শুক্রবার বিজ্ঞপ্তি জারি: সৌরভ দাস

Date:

২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং ছটি জেলার কয়েকটি ওয়ার্ডে নির্বাচন ও উপনির্বাচন। ভোটের ফল ঘোষণা হবে ২৯ জুন। শুক্রবার, বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। তবে, আজ থেকেই জারি আদর্শ নির্বাচনী আচরণ বিধি। বৃহস্পতিবার, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Sourav Das) সাংবাদিক বৈঠক করে জানান, ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশের (Police) সশস্ত্র বাহিনী। তবে এখনও পর্যন্ত কত বাহিনী মোতায়েন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

 শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি যে ৬টি ওয়ার্ডে উপনির্বাচন হবে সেগুলি হল
 চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড
 দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড
 ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড
 দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড
 ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড
 পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড

হাওড়া কর্পোরেশন এবং বালি পুরসভার ভোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌরভ দাস বলেন, বিষয়টি রাজ্য সরকারের আওতাধীন রয়েছে। তাদের দিক থেকে সবুজ সঙ্কেত এলে কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে।

• মনোনয়ন পত্র জমা নেওয়া হবে সকাল ১১ থেকে দুপুর ৩ পর্যন্ত
• ২ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন
• রাত ৯ থেকে সকাল ৯ পর্যন্ত কোনও মিছিল-মিটিং কার যাবে না
• নির্বাচন হবে ইভিএমে
• আদর্শ আচরণবিধি কার্যকর হবে শুধু ভোটের জায়গায়

ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন তিনি। বলেন, করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ভোটের দিন মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার আবশ্যিক করা হচ্ছে। এছাড়াও কোভিড রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে এই ভোটেও। তাঁরা ভোটগ্রহণের সময়সীমা র শেষ ঘণ্টায় অর্থাৎ বিকেল চারটে থেকে ৫ টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

এর আগে এদিন রাজ্য নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠকে বসে সব রাজনৈতিক দলের নেতারা। বামফ্রন্টের পক্ষে সিপিআইএম নেতা পলাশ দাশ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দেন। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায় প্রথমেই ঝালদার ওসিকে অপসারণের দাবি জানান। বিগত নির্বাচনগুলি উল্লেখ করে তিনি এবার তার পুনরাবৃত্তি না হয় সেটা দেখতে বলেন।

আরও পড়ুন:আলোরানির নাগরিকত্ব নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

 

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version