Thursday, August 28, 2025

২৬ জুন ভোটে নিরাপত্তার দায়িত্বে রাজ্য পুলিশে, শুক্রবার বিজ্ঞপ্তি জারি: সৌরভ দাস

Date:

Share post:

২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং ছটি জেলার কয়েকটি ওয়ার্ডে নির্বাচন ও উপনির্বাচন। ভোটের ফল ঘোষণা হবে ২৯ জুন। শুক্রবার, বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য নির্বাচন কমিশন। তবে, আজ থেকেই জারি আদর্শ নির্বাচনী আচরণ বিধি। বৃহস্পতিবার, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস (Sourav Das) সাংবাদিক বৈঠক করে জানান, ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকছে রাজ্য পুলিশের (Police) সশস্ত্র বাহিনী। তবে এখনও পর্যন্ত কত বাহিনী মোতায়েন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

 শিলিগুড়ি মহকুমা পরিষদের পাশাপাশি যে ৬টি ওয়ার্ডে উপনির্বাচন হবে সেগুলি হল
 চন্দননগর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড
 দমদম পুরসভার ৪ নম্বর ওয়ার্ড
 ভাটপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ড
 দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ড
 ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ড
 পানিহাটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ড

হাওড়া কর্পোরেশন এবং বালি পুরসভার ভোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে সৌরভ দাস বলেন, বিষয়টি রাজ্য সরকারের আওতাধীন রয়েছে। তাদের দিক থেকে সবুজ সঙ্কেত এলে কমিশন এ বিষয়ে ব্যবস্থা নেবে।

• মনোনয়ন পত্র জমা নেওয়া হবে সকাল ১১ থেকে দুপুর ৩ পর্যন্ত
• ২ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন
• রাত ৯ থেকে সকাল ৯ পর্যন্ত কোনও মিছিল-মিটিং কার যাবে না
• নির্বাচন হবে ইভিএমে
• আদর্শ আচরণবিধি কার্যকর হবে শুধু ভোটের জায়গায়

ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন তিনি। বলেন, করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও ভোটের দিন মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার আবশ্যিক করা হচ্ছে। এছাড়াও কোভিড রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে এই ভোটেও। তাঁরা ভোটগ্রহণের সময়সীমা র শেষ ঘণ্টায় অর্থাৎ বিকেল চারটে থেকে ৫ টা পর্যন্ত ভোট দিতে পারবেন।

এর আগে এদিন রাজ্য নির্বাচন কমিশনার সঙ্গে বৈঠকে বসে সব রাজনৈতিক দলের নেতারা। বামফ্রন্টের পক্ষে সিপিআইএম নেতা পলাশ দাশ নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উপর গুরুত্ব দেন। কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায় প্রথমেই ঝালদার ওসিকে অপসারণের দাবি জানান। বিগত নির্বাচনগুলি উল্লেখ করে তিনি এবার তার পুনরাবৃত্তি না হয় সেটা দেখতে বলেন।

আরও পড়ুন:আলোরানির নাগরিকত্ব নিয়ে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

 

 

spot_img

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...