Sunday, August 24, 2025

ফের দেশের সেরা বাংলা: কেন্দ্রের ‘স্কচ অ্যাওয়ার্ড’ পাচ্ছে রাজ্য শিক্ষা দফতর

Date:

শিক্ষাব্যবস্থায়(education system) সারা দেশের মধ্যে সেরা পশ্চিমবঙ্গ(West Bengal)। শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য রাজ্যের শিক্ষা দফতরকে(education department) স্টার অফ গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড(SKOCH Award) দিতে চলেছে কেন্দ্রের মোদি সরকার। আগামী ১৮ ই জুন নয়াদিল্লিতে এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মান দেওয়া হবে পশ্চিমবঙ্গকে। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে, সারা দেশের সবকটি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা প্রথম স্থান অধিকার করেছে “স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট ২০২১”-এ। কেন্দ্রীয় সরকারের তরফে এই তথ্য প্রকাশ্যে আসার পর স্বভাবতই খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাফল্যের জন্য এদিন টুইটে শিক্ষা দফতরের ক্ষেত্রে সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানান তিনি।

সকলকে শুভেচ্ছা জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, “আমি অত্যন্ত খুশি যে বাংলা স্কচ স্টেট অফ গভর্নেন্স রিপোর্ট 2021-এ দেশের মধ্যে সেরার স্থান পেয়েছে। ইন্ডিয়া গভর্ন্যান্স ফোরাম-এর তরফে আগামী ১৮ জুন রাজ্যকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। রাজ্য শিক্ষা দফতরের সঙ্গে যুক্ত সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা।” পাশাপাশি এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পর সকলকে এই সুখবর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

জানা গিয়েছে, ২০২১ সালে শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ফিল্ড রিপোর্ট, বুনিয়াদি শিক্ষা, করোনার সময়ও পড়ুয়াদের জন্য ভালো কাজ করা, রাজ্যের শিক্ষা নিয়ে ফিডব্যাকের ওপর নির্ভর করে দেশের সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে রাজ্য শিক্ষা দফতরকে। কেন্দ্র সরকারের দেওয়া এই পুরস্কার নেওয়ার জন্য সাধারণত সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অথবা উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত থাকেন। ফলস্বরূপ মনে করা হচ্ছে এই পুরস্কার নিতে আগামী ১৮ জুন দিল্লি যাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও রাজ্যে একাধিক দফতর ভালো কাজের জন্য স্কচ আওয়ার্ড পেয়েছে। এর আগে এই পুরস্কার পেয়েছে রাজ্যের অর্থ দফতর, নারী ও শিশু কল্যাণ দফতর। এবার রাজ্য শিক্ষা ও পর্যটন দফতর পেতে চলেছে এই অনন্য সম্মান।




Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version