Thursday, August 21, 2025

Wriddhiman Saha: বাংলা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ঋদ্ধিমান সাহা

Date:

বাংলা (Bengal) দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। সূত্রের খবর, বুধবার সকালে আইপিএল ( IPL) ফাইনাল খেলতে আমেদাবাদ চলে যান বাংলার উইকেটরক্ষক। জানা যাচ্ছে, সেখানে পৌঁছনোর আগে বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান ঋদ্ধিমান সাহা। আর তাঁর এই পদক্ষেপে প্রমাণিত হয়ে গেল আসন্ন রঞ্জিট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলার হয়ে আর নামবেন না তিনি।

রঞ্জির নকআউট পর্বের জন‍্য যে দল ঘোষণা করেছিল সিএবি, সেই দলে রাখা হয়েছিল ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামিকে। জানা যায়, নির্বাচনের আগে মহম্মদ শামির সঙ্গে কথা বলে সিএবির কর্তারা। তাঁকে শর্তসাপেক্ষে টিমে রেখেও দেওয়া হয়। কিন্তু ঋদ্ধিমানের সঙ্গে কথাই হয়নি। সরসারি টিমে রেখে দেওয়া হয় তাঁকে। এছাড়াও সম্প্রতি সিএবি-র যুগ্ম সচিবের মন্তব্য নিয়ে ক্ষোভ ছিল ঋদ্ধির। ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যুগ্ম-সচিব। অপমানিত ঋদ্ধি ঠিক করেন যে, বাংলার হয়ে আর কোনও দিনও খেলবেন না। এই বিষয় নিয়ে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে যোগাযোগ করে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ চেয়ে বসেন, যাতে তিনি অন্য রাজ্যের হয়ে খেলতে পারেন তিনি। আর ঋদ্ধির এই সিদ্ধান্তের পরেই বঙ্গক্রিকেটে শোরগোল পরে যায়। এরপরই আসরে নামেন বাংলার কোচ অরুণ লাল। ঋদ্ধিকে ফোন করে বাংলার হয়ে খেলার কথা বলেন তিনি। সবাই ভেবেছিল এতে বরফ কিছুটা গলবে। কিন্তু বুধবার বাংলা ক্রিকেট দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যাওয়ায় স্পষ্ট নিজের সিদ্ধান্তে অবিচল বাংলার পাপালি। ফলে স্পষ্ট বাংলা দলের হয়ে তিনি আর খেলতে চান না।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version