Sunday, August 24, 2025

আজ, শনিবার হলদিয়ায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাণীচক সংহতি ময়দানে ঐতিহাসিক শ্রমিক সমাবেশে প্রধান বক্তা অভিষেক (Abhishek Banerjee)।বৃহত্তর এই শ্রমিক সম্মেলনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি অভিষেক কী বার্তা দেন, সেদিককেই তাকিয়ে গোটা বাংলার খেটে খাওয়া প্রান্তিক শ্রমিকশ্রেণীর মানুষ। মূলত, তমলুক-কাঁথি সাংগঠনিক জেলা আই এন টি টি ইউ সি নেতৃত্বের ডাকে এই সমাবেশ হলেও, গোটা বাংলার শ্রমিকরা অভিষেকের বক্তব্য শোনার অপেক্ষায় প্রহর গুনছে। শনিবার সকাল থেকেই হলদিয়া শিল্পাঞ্চল ও তার আশপাশের এলাকা থেকে শ্রমিক পরিবারের মানুষজন রানীচকে সভাস্থলের দিকে ভিড় জমাতে শুরু করেছেন।

বৃহত্তর সমাবেশকে কেন্দ্র করে সেজে উঠেছে গোটা হলদিয়া শহর ও তার পার্শ্ববর্তী এলাকা। অভিষেকের আগমনী বার্তা পাওয়ার পর থেকেই শিল্পতালুকে প্রবল উন্মাদনা। হাওড়া পেরিয়ে কোলাঘাটে পা রাখতেই দেখা গেল সেই ছবি। তৃণমূলের ফ্ল্যাগ-ফেস্টুন-পোস্টার-ব্যানারে ছয়লায় গোটা হলদিয়া শিল্পাঞ্চল চত্বর। শনিবার রাণীচক সংহতি ময়দানে প্রায় লক্ষাধিক শ্রমিকের সমাগম হবে। অভিষেকের সমাবেশের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল, শুক্রবার সন্ধ্যায় সভাস্থলে হাজির হয়েছিলেন আই এন টি টি ইউ সি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী সৌমেন মহাপাত্র, সুপ্রকাশ গিরি সহ রাজ্য ও স্থানীয় নেতৃত্ব।

তৃণমূল যে “শিল্পবন্ধু”, “শ্রমিকবন্ধু”, শ্রমিকরাই সম্পদ, এই ভাবমূর্তিকে তুলে ধরতেই শনিবার হলদিয়ার রাণীচক সংহতি ময়দানে আসছেন অভিষেক। কুমার চন্দ্র জানা অডিটোরিয়ামের শুক্রবার শ্রমিকরা দিনভর যে বিষয়গুলি উত্থাপন করেছেন, তার নোট তৈরি করে অভিষেকের কাছে পৌঁছে দিয়েছেন আই এন টি টি ইউ সি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ নেতৃত্ব। তাই শ্রমিক স্বার্থে শ্রমিকদের মতামতকে প্রাধান্য দিয়েই শ্রমিকদের বার্তা দেবেন অভিষেক।

আরও পড়ুন: মহিলা কর্মসংস্থানে শীর্ষে বাংলা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সভা মহিলা তৃণমূল কংগ্রেসের

বৃহত্তর শ্রমিক সমাবেশ নিয়ে বলতে গিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিল্পক্ষেত্রের উপর যে অত্যাচার, বঞ্চনা শুরু করেছে কেন্দ্রের মোদি সরকার, সেই তথ্য তুলে ধরেন। রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারিকরনের বিরোধিতা থেকে রাজ্যের কয়েক লক্ষ সংগঠিত এবং অসংগঠিত শ্রমিকের স্বার্থে তৃণমূলের লড়াইয়ের প্রসঙ্গ তুলে ধরেন। শিল্প এবং শ্রমিক স্বার্থবিরোধী অংশকে উৎখাত করার ডাকও দেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি।

অভিষেকের শনিবারের শ্রমিক সমাবেশের বার্তা দিতে গিয়ে কুণাল বলেন, “পূর্ব মেদিনীপুর শুধু নয়, সারা বাংলার ইতিহাসে বৃহত্তম শ্রমিক সমাবেশ হতে চলেছে শনিবার। প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন। তাঁর লড়াই দেখেছেন। তাঁর যৌবন দেখেছেন। মমতা মানেই জনজোয়ার। মমতা মানেই আবেগ। বিরোধী নেত্রী হিসেবে আপসহীন সংগ্রাম দেখেছেন। এখন প্রশাসনিক দক্ষতা দেখেছেন। আগামীর প্রধানমন্ত্রী হওয়ার ডাক এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন মধ্য গগণের সূর্য। আর শনিবার পূব দিকে আরেকটি সূর্য উঠতে চলেছে। শ্রমিক স্বার্থে হলদিয়ায় সূর্য উঠবে। সূর্য হয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি অভিষেক।”

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version