Saturday, August 23, 2025

মহিলা কর্মসংস্থানে শীর্ষে বাংলা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সভা মহিলা তৃণমূল কংগ্রেসের

Date:

বিজেপি শাসিত রাজ্যগুলিকে পিছনে ফেলে দেশের মধ্যে মহিলাদের কর্মসংস্থানে শীর্ষে উঠে এসেছে বাংলা। এই রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় সরকারই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মহিলাদের প্রথম সারিতে উঠে আসাকে অন্যরকম ভাবে উদযাপন করল মহিলা তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ধন্যবাদ জানালেন দলের মহিলা নেত্রী ও কাউন্সিলররা। শুক্রবার ডোরিনা ক্রসিং এ হল সভা, মিছিল। উড়ল রঙিন বেলুন। নেতৃত্বে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattachariya), সাংসদ মালা রায় (Mala Roy), শ্রেয়া পান্ডে(Shreya Pandey) সহ অন্যান্যরা।

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মহিলাদের অগ্রাধিকার দিয়েছেন। সংসদে দলের মহিলা সাংসদদের উপস্থিতির হার ৫০শতাংশ। একইরকম ভাবে মন্ত্রিসভায়, দলীয় সংগঠনে, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে মহিলাদের উপস্তিতির হার চোখে পড়ার মতো। অন্যান্য রাজনৈতিক দল এক্ষেত্রে পিছনের সারিতে রয়েছে। ফলে সারা দেশের মধ্যে বাংলা মহিলাদের কর্মসংস্থানের নিরিখে এক নম্বর জায়গায় উঠে আসবে এটাই হওয়ার ছিল, বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, গত ৫ বছরে যেখানে সারা দেশে ১ কোটি ২৫ লক্ষ কর্মসংস্থান হয়েছে, সেখানে শুধু পশ্চিমবঙ্গে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। একইরকম ভাবে, গত চার মাসে গোটা দেশে ২৫ লক্ষ লোকের চাকরি গিয়েছে কিন্তু বাংলায় ৫০ হাজার লোকের চাকরি হয়েছে নতুন করে। এর সঙ্গে রয়েছে লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার সহ একাধিক সরকারি পরিষেবা। ফলে বাংলার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন ডোরিনা ক্রসিং এ সমাবেশ – বক্তৃতা – স্লোগানের পর সকলে ডোরিনা ক্রসিং মূল জায়গায় মিছিল করে গিয়ে উদযাপনের স্মারক হিসেবে প্রচুর রঙিন বেলুন ওড়ানো হয়। মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে মহিলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে গলা মেলান দলের মহিলা কর্মী- সমর্থকরা।

আরও পড়ুন- আয় বহির্ভূত বিপুল সম্পত্তির মালিক, ৪ বছরের জেল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী চৌটালার

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version