Tuesday, August 26, 2025

‘ভয়কে জয়’ করা হল না বাপ্পাদিত্যর, লাদাখে মর্মান্তিক মৃত্যু সেনা জওয়ানের

Date:

Share post:

লাদাখের (Ladakh) দুর্গম সিয়াচেনে (Siachen) সদ্য পোস্টিং হয়েছিল সেনা জওয়ান(Jawan) বাপ্পাদিত্যর। বাবা, মা, স্ত্রী কেউ চায়নি তিনি যান। বাবা হলেন প্রাক্তন সেনা জওয়ান সুকুমার খুটিয়া (Sukumar Khutia)। তিনি অনেক বুঝিয়েছিলেন যাতে ছেলে পোস্টিং বাতিল করার জন্য আবেদন করে। কিন্তু বাপ্পাদিত্য বাবাকে আশ্বস্ত করেছিলেন এই বলে,’ ভয় পেয়োনা। ভয়কে জয় করে একবার গিয়েই দেখিনা, তারপর না হয় ভাবা যাবে!’। না ভয়কে জয় করা হয়ে উঠল না তাঁর সিয়াচেন যাওয়ার পথে নুবরায় ৮০ থেকে ৯০ ফুট গভীর খাদে বাস পড়ে মৃত্যু হল খড়গপুরের বাসিন্দা সেনা জওয়ান বাপ্পাদিত্য খুটিয়ার (Bappaditya Khutia)। এছাড়াও এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও ৭ জওয়ানের। আহত হয়েছেন ১৯ জন।

মৃত বাপ্পাদিত্য খুটিয়া এই রাজ্যের পশ্চিম মেদিনীপুরের খড়গপুর (Kharagpur)শহরের বারোভেটিয়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, ২০০৯-এ ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)যোগ দেন বাপ্পাদিত্য। বাড়িতে এসে ছুটি কাটাতে এসছিলেন বাপ্পা। এরপর ২৭ এপ্রিল ছুটি কাটিয়ে কাজে যোগ দেবার পরেই গুজরাত থেকে দুর্গম সিয়াচেনে বদলি করা হয় তাঁকে। খড়গপুরের তাঁর বাড়িতে রয়েছেন মা, বাবা, স্ত্রী ও ১১ মাসের শিশুকন্যা।

গতকাল গভীর রাতেই তাঁর মৃত্যুসংবাদ এসে পৌঁছয় খড়্গপুরের বাড়িতে। তারপর থেকেই গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন মা। বলে চলেছেন ‘ছেলের মৃত্যু কোনও মা সহ্য করতে পারে। অনেক বারণ করেছিলাম যে ওখানে যাস না। বলেছিল ডিসেম্বরে বাড়িতে আসব ছুটি নিয়ে, তখন বাড়ি বানাব। তাঁর আগেই আমাদের সবাইকে ফাঁকা করে দিয়ে চলে গেলেন।পরিবারের কাছে প্রাথমিক খবর আচমকা ধসের কারণেই সেনা জওয়ানদের বাসটি শিয়ক নদীতে গিয়ে পড়ে।ছেলে সিয়াচেনে পোস্টিং হওয়ার পরই আশঙ্কিত হয়ে পড়েছিল বাপ্পার পরিবার। যদিও বাবা, মা এবং স্ত্রীকে নিজেই আশ্বস্ত করেছিলেন বাপ্পা৷ দুঃসংবাদ শোনার পর থেকেই বার বার জ্ঞান হারাচ্ছেন বাপ্পার স্ত্রী।

এই ঘটনা নিয়ে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandyopadhyay) ট্যুইটারে লেখেন, “লাদাখে (Ladakh) আমাদের ৭ জন সাহসী সেনার মর্মান্তিক সড়ক দুর্ঘটনা (Road Accident) ঘটেছে। এই মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। শোকাহতদের জন্য আন্তরিক সমবেদনা রইল।” এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।



spot_img

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...