Thursday, August 28, 2025

French Open: ফরাসি ওপেনে বিতর্ক, কোর্টে ছোড়া র‍্যাকেট লাগল এক খুদে দর্শকের মাথায়, ক্ষমা চান বেগু

Date:

তুমুল বিতর্ক দেখা গেল ফরাসি ওপেনে (French Open)। ম‍্যাচ চলাকালীন হতাশায় কোর্টেই র‌্যাকেট ছুড়ে মারেন ইরিনা ক্যামেলিয়া বেগু (Irina Camelia Begu)। সেই র‍্যাকেট লাফিয়ে উঠে গিয়ে লাগে দর্শকাসনে বসা এক খুদে দর্শকের মাথায়। সঙ্গে সঙ্গে ব্যথায় কাঁদতে থাকে সে। গোটা ঘটনায় হতভম্ব দর্শক। হতভম্ব হয়ে যান ইরিনা ক্যামেলিয়া বেগু। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন চেয়ার আম্পায়ারও। ম‍্যাচ শেষে সবার কাছে ক্ষমা চান বেগু।

ঘটনার সূত্রপাত, ফরাসি ওপেনে একাতেরিনা আলেকজান্দ্রোভার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন। একাতেরিনা আলেকজান্দ্রোভার বিরুদ্ধে ম্যাচ চলছিল বেগুর। তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে র‌্যাকেট সজোরে কোর্টেই ছুড়ে মারেন বেগু। সেটিই গিয়ে এক খুদে সমর্থকের মাথায় লাগে। চেয়ার আম্পায়ার সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি দেখেন এবং ম্যাচের যিনি সুপারভাইজার তাঁকে বিষয়টি দেখতে বলেন। কিছুক্ষণ পর তিনি ফের খেলা শুরু করার নির্দেশ দেন। গোটা ঘটনার জন‍্য শাস্তি পান বেগু। জরিমানা করা হয় তাকে। ম্যাচের পর ওই খুদে সমর্থকের সঙ্গে গিয়ে কথাও বলেন বেগু। এই নিয়ে বেগু বলেন, “ওই মুহূর্তটা খুবই কঠিন ছিল। আমি র‌্যাকেট দিয়ে মোটেই কাউকে আঘাত করতে চাইনি। মাটিতে আঘাত করলে সেটা যে অতটা লাফিয়ে উঠতে পারে সেটা বুঝতেও পারিনি। খুব অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিলাম। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। ক্ষমা চাইছি সবার কাছে।”

এই ম‍্যাচে রাশিয়ার আলেকজান্দ্রোভাকে ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন বেগু।

আরও পড়ুন:Jos Buttler: আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বাটলার, টপকে গেলেন ওয়ার্নারকে

 

 

Related articles

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...
Exit mobile version