Thursday, November 13, 2025

French Open: ফরাসি ওপেনে বিতর্ক, কোর্টে ছোড়া র‍্যাকেট লাগল এক খুদে দর্শকের মাথায়, ক্ষমা চান বেগু

Date:

তুমুল বিতর্ক দেখা গেল ফরাসি ওপেনে (French Open)। ম‍্যাচ চলাকালীন হতাশায় কোর্টেই র‌্যাকেট ছুড়ে মারেন ইরিনা ক্যামেলিয়া বেগু (Irina Camelia Begu)। সেই র‍্যাকেট লাফিয়ে উঠে গিয়ে লাগে দর্শকাসনে বসা এক খুদে দর্শকের মাথায়। সঙ্গে সঙ্গে ব্যথায় কাঁদতে থাকে সে। গোটা ঘটনায় হতভম্ব দর্শক। হতভম্ব হয়ে যান ইরিনা ক্যামেলিয়া বেগু। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেন চেয়ার আম্পায়ারও। ম‍্যাচ শেষে সবার কাছে ক্ষমা চান বেগু।

ঘটনার সূত্রপাত, ফরাসি ওপেনে একাতেরিনা আলেকজান্দ্রোভার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন। একাতেরিনা আলেকজান্দ্রোভার বিরুদ্ধে ম্যাচ চলছিল বেগুর। তৃতীয় সেটে একটি ব্রেক পয়েন্ট কাজে লাগাতে না পেরে র‌্যাকেট সজোরে কোর্টেই ছুড়ে মারেন বেগু। সেটিই গিয়ে এক খুদে সমর্থকের মাথায় লাগে। চেয়ার আম্পায়ার সঙ্গে সঙ্গে গিয়ে পরিস্থিতি দেখেন এবং ম্যাচের যিনি সুপারভাইজার তাঁকে বিষয়টি দেখতে বলেন। কিছুক্ষণ পর তিনি ফের খেলা শুরু করার নির্দেশ দেন। গোটা ঘটনার জন‍্য শাস্তি পান বেগু। জরিমানা করা হয় তাকে। ম্যাচের পর ওই খুদে সমর্থকের সঙ্গে গিয়ে কথাও বলেন বেগু। এই নিয়ে বেগু বলেন, “ওই মুহূর্তটা খুবই কঠিন ছিল। আমি র‌্যাকেট দিয়ে মোটেই কাউকে আঘাত করতে চাইনি। মাটিতে আঘাত করলে সেটা যে অতটা লাফিয়ে উঠতে পারে সেটা বুঝতেও পারিনি। খুব অপ্রস্তুত অবস্থায় পড়ে গিয়েছিলাম। এটা নিয়ে বেশি কথা বলতে চাই না। ক্ষমা চাইছি সবার কাছে।”

এই ম‍্যাচে রাশিয়ার আলেকজান্দ্রোভাকে ৬-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেন বেগু।

আরও পড়ুন:Jos Buttler: আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বাটলার, টপকে গেলেন ওয়ার্নারকে

 

 

Related articles

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...

KIFF: এক সপ্তাহের ফিল্মোৎসবের আজ সমাপ্তি, সিনে দশমীতে চলচ্চিত্র প্রাঙ্গণে শিল্পী সম্বর্ধনা

সংস্কৃতির শহর কলকাতার আনাচে-কানাচে সিনেপ্রেমী উৎসাহীদের আজ মন খারাপ। গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এক সপ্তাহব্যাপী ৩১-তম...

হাসিনার শাস্তির তারিখ ঘোষণার আগেই ‘উত্তপ্ত’ ঢাকা! লকডাউন ঘোষণা আওয়ামী লিগের

দোষী ধরে নিয়েই মামলা। সেই মামলায় সর্বোচ্চ শাস্তি যেন অবধারিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করা হবে...
Exit mobile version