RCB: আবারও আইপিএলে স্বপ্নভঙ্গ, রাজস্থানের কাছে ম‍্যাচ হেরে কী বললেন আরসিবি অধিনায়ক?

আবারও গতবারের মতো এবারেও আইপিএলের প্লে-অফে উঠে ফাইনালে ওঠা হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের।

আবারও স্বপ্নভঙ্গ। তীরে এসে আবারও ডুবলো তরী। না এবারও হলো। আবারও গতবারের মতো এবারেও আইপিএলের (IPL) প্লে-অফে উঠে ফাইনালে ওঠা হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। শুক্রবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে ৭ উইকেটে হারেন বিরাট কোহলিরা (Virat Kohli)। তবে আইপিএল থেকে বিদায় নিলেও, দল নিয়ে হতাশ নন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি (Faf Du Plessis)। বরং ম‍্যাচ শেষে তাঁর মুখে শোনা গেল আগামী মরশুমে দলের পরিকল্পনার গল্প।

সাংবাদিক সম্মেলনে ডুপ্লেসি বলেন,” আমরা শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে ভাল খেলতে পারিনি। তবে দলের ক্রিকেটারদের নিয়ে আমি গর্বিত। বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার ভালো পেয়েছি। আমাদের তিন বছরের পরিকল্পনা রয়েছে। সেটার দিকেই আমরা লক্ষ্য রাখছি। তার সব থেকে বড় উদাহরণ রজত পতিদার। আরও অনেক ক্রিকেটারকে আগামী দিনে দেখতে পাব আমরা। তা ছাড়া হর্ষল প‍্যাটেল, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটাররা আইপিএলে ভালো খেলার সুবাদে ভারতীয় দলে সুযোগ পেয়েছে। এগুলো আমাদের কাছে খুবই ইতিবাচক দিক।”

তবে রাজস্থানের কাছে কী কারণে হারলেন, সেকথাও জানাতে ভুললেন আরসিবি অধিনায়ক। তাঁর মতে দলের ব‍্যাটিং লাইনের ব‍্যর্থতার কারণে ম‍্যাচ হেরেছেন তাঁরা। এই নিয়ে ডুপ্লেসি বলেন,” নতুন বলে খেলতে সমস্যা হচ্ছিল। টেস্ট লেংথে বল করছিল ওরা। তারপরেও ১৮০ রান অন্তত করতে হত। সেটা আমরা করতে পারিনি। সেটা করতে আমরা ব‍্যর্থ হই। তারপরেও যেভাবে সমর্থকরা আমাদের জন্য গলা ফাটিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আগামী বছর ওদের মুখে হাসি ফোটাতে পারব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস