Sunday, November 9, 2025

RCB: আবারও আইপিএলে স্বপ্নভঙ্গ, রাজস্থানের কাছে ম‍্যাচ হেরে কী বললেন আরসিবি অধিনায়ক?

Date:

আবারও স্বপ্নভঙ্গ। তীরে এসে আবারও ডুবলো তরী। না এবারও হলো। আবারও গতবারের মতো এবারেও আইপিএলের (IPL) প্লে-অফে উঠে ফাইনালে ওঠা হল না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB)। শুক্রবার রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) কাছে ৭ উইকেটে হারেন বিরাট কোহলিরা (Virat Kohli)। তবে আইপিএল থেকে বিদায় নিলেও, দল নিয়ে হতাশ নন আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি (Faf Du Plessis)। বরং ম‍্যাচ শেষে তাঁর মুখে শোনা গেল আগামী মরশুমে দলের পরিকল্পনার গল্প।

সাংবাদিক সম্মেলনে ডুপ্লেসি বলেন,” আমরা শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে ভাল খেলতে পারিনি। তবে দলের ক্রিকেটারদের নিয়ে আমি গর্বিত। বেশ কয়েক জন তরুণ ক্রিকেটার ভালো পেয়েছি। আমাদের তিন বছরের পরিকল্পনা রয়েছে। সেটার দিকেই আমরা লক্ষ্য রাখছি। তার সব থেকে বড় উদাহরণ রজত পতিদার। আরও অনেক ক্রিকেটারকে আগামী দিনে দেখতে পাব আমরা। তা ছাড়া হর্ষল প‍্যাটেল, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটাররা আইপিএলে ভালো খেলার সুবাদে ভারতীয় দলে সুযোগ পেয়েছে। এগুলো আমাদের কাছে খুবই ইতিবাচক দিক।”

তবে রাজস্থানের কাছে কী কারণে হারলেন, সেকথাও জানাতে ভুললেন আরসিবি অধিনায়ক। তাঁর মতে দলের ব‍্যাটিং লাইনের ব‍্যর্থতার কারণে ম‍্যাচ হেরেছেন তাঁরা। এই নিয়ে ডুপ্লেসি বলেন,” নতুন বলে খেলতে সমস্যা হচ্ছিল। টেস্ট লেংথে বল করছিল ওরা। তারপরেও ১৮০ রান অন্তত করতে হত। সেটা আমরা করতে পারিনি। সেটা করতে আমরা ব‍্যর্থ হই। তারপরেও যেভাবে সমর্থকরা আমাদের জন্য গলা ফাটিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করছি আগামী বছর ওদের মুখে হাসি ফোটাতে পারব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...

‘অরণি সরণি’, উৎপল সিনহার কলম 

প্রথমে সিমেন্টের রাস্তায় লোহার ঠেলাগাড়ির আওয়াজ তারপর চিৎকার , ' ময়লা আছে? ' ছুটে যাই । উপুড় করে দিই ডাস্টবিন। ভাবি যদি সব ময়লা...
Exit mobile version