Sunday, November 9, 2025

শিল্প থাকবে, শ্রমিকের অধিকারও অটুট থাকবে: হলদিয়া থেকে বার্তা কুণালের

Date:

তৃণমূলের(TMC) তরফ থেকে বাংলার বুকে বৃহত্তম শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে হলদিয়াতে(Haldia)। শনিবার এই শ্রমিক সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ(Kunal Ghosh)। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কুণাল বলেন, “বাংলায় শিল্প থাকবে, শিল্পের পরিবেশ থাকবে এবং শ্রমিকের অধিকারও অটুট থাকবে।” একইসঙ্গে এদিনের অনুষ্ঠান থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকেও একহাত নিতে ছাড়েননি কুণাল।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুণাল ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারাবাংলায় উন্নয়নযজ্ঞ চলছে। কন্যাশ্রী থেকে রূপশ্রী, লক্ষীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী। রাজ্য সাধারণ মানুষ সমস্ত রকম সুবিধা নিচ্ছেন। বাংলার এই উন্নয়ন দেখে এখন বাংলার বাইরে থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আমন্ত্রণ জানানো হচ্ছে, গোটা দেশে এসব উন্নয়নমূলক প্রকল্প ছড়িয়ে দিতে। আর সেই লক্ষ্যে আমাদের লড়াই চলবে। তবে কিছু পুরনো ক্ষত সারানো দরকার। তার মধ্যে অন্যতম হলদিয়া।” এরপরই সরাসরি শুভেন্দু অধিকারীকে তোপ দেগে কুণাল ঘোষ বলেন, “তৃণমূলের খেয়ে পরে এই অধিকারী গুষ্টি অধিকারী প্রাইভেট লিমিটেডের শেয়ার বেচেছে এখানে। দলে থেকে নিজের জন্য ও গোটা গুষ্টির জন্য পদ নিয়েছে। শেষে মায়ের পিঠে ছুরি মেরেছে এই বেইমান। সিবিআই ইডির ভয়ে বিজেপির পোষা কুকুর হয়েছে।”

আরও পড়ুন:Ballygunge:  জমি জবরদখল! রেল পুলিশের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত বালিগঞ্জ 

এর পাশাপাশি কুণাল ঘোষ বলেন, “দীর্ঘদিন এখানকার শ্রমিকদের সঙ্গে বেইমানি করা হয়েছে। সেসবের পরিবর্তনের জন্য হলদিয়া পুরসভার জিততে হবে। এই বাংলায় শিল্প থাকবে শিল্পে পরিবেশ থাকবে আবার শ্রমিকদের অধিকারও অটুট থাকবে। শুভেন্দুর আমলে এখানে খাতায়-কলমে শ্রমিকদের বেতন থাকতো একরকম আর শ্রমিকদের হাতে আসতো তার চেয়ে অনেক কম বেতন।” একইসঙ্গে কুণাল ঘোষ বলেন, “২০২১ সালের নির্বাচনে যারা পাঁচিলের ওপর বসে জল মাপ ছিলেন তারা সাবধান। সামনে বড় লড়াই আর সেই লড়াইয়ে নেত্রী একজন মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু দাদা থেকে দাদু হয়ে যাবে কিন্তু শাসকে আসতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসেবে বাংলাকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”




Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version