Thursday, August 21, 2025

৮৭ বছরের ওমপ্রকাশ চৌটালার (Om Prakash Chautala) আর্জি ছিল, বয়সজনিত অসুস্থতার কারণে তাঁকে কম সাজা দেওয়া হোক। কিন্তু আদালত তা শোনেনি। এই মুহূর্তে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর নতুন থাকার জায়গা তিহার জেল। তিহারের সবচেয়ে প্রবীণ বন্দি তিনি। ঠিক এই কারণে একাধিক সুবিধা পাচ্ছেন চৌটালা।

উল্লেখ্য, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় ৪ বছরের কারাদণ্ড হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার (Om Prakash Chautala)৷ শুক্রবার দিল্লির বিশেষ সিবিআই আদালত এই নির্দেশ দিয়েছে ৷ পাশাপাশি ৫০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে ৷ একইসঙ্গে তাঁর ৪টি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশও দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, ওমপ্রকাশ চৌটালার আয়ের চেয়েও ১০৩ শতাংশ বেশি সম্পত্তির মালিক হয়েছেন তিনি। পরবর্তী সময়ে তাঁর সম্পত্তির সাপেক্ষে উপযুক্ত প্রমাণও দিতে পারেননি তিনি।

আরও পড়ুন: ED-CBI-এর ভয়ে মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছ, অকৃতজ্ঞ: নাম না করে শুভেন্দুকে ধুয়ে দিলেন অভিষেক

তিহার জেলে কী সুবিধা পাবেন চৌটালা?

* অন্য সত্তরোর্ধ্ব বন্দিদের মতো চৌটালাও পাবেন আলাদা বিছানা।

* কোনো কাজই করতে হবে না তাঁকে।

* নিজের জামাকাপড়ও তাঁকে কাচতে হবে না।

* তাঁর দৈনন্দিন কাজগুলি করে দেবেন অন্য বন্দিরা।

* নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হবে তাঁর।

এক জেল আধিকারিকের বলেন, ” বর্ষীয়ান বন্দিদের ক্ষেত্রে অন্য বন্দিদের দেখভালের দায়িত্ব দেওয়া হয় তাঁর। যে বন্দিদের ভালো আচরণ তাঁদেরকেই দায়িত্ব দেওয়া হয়।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version