Thursday, November 13, 2025

ED-CBI-এর ভয়ে মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছ, অকৃতজ্ঞ: নাম না করে শুভেন্দুকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

হলদিয়ার তৃণমূলের শ্রমিক সমাবেশ থেকে নাম না করে বিজেপি বিধায়ক বিধায়ক শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার রানিচক ময়দানের সমাবেশ থেকে অভিষেক বলেন, ED-CBI-এর ভয়ে মেদিনীপুর আবেগকে দিল্লিতে বিক্রি করেছে একজন। কটাক্ষ করে তিনি বলেন, ১১ বছর ধরে একটা লোক দলের বারোটা বাজিয়ে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) সঙ্গে দলের একটা দেওয়াল তুলে দিয়েছিল। আজ থেকে সেই দেওয়াল ভেঙে গেল বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়ে অভিষেক বলেন, পদলেহন করে বাঁচাতে চাইছেন একজন। সিবিআইয়ের ভয় পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “তুমি দুবার আমায় দিল্লি ডেকে পাঠিয়েছো। আমি তোমার দুজন সাংসদকে নিয়েছি। তৃণমূল দরজা খুলে দিলে তোমাদের দলটা উঠে যাবে”।

তৃণমূল সাংসদের স্পষ্ট বক্তব্য, আগেই তিনি বুঝতে পেরেছিলেন দলের একটা লোক বিজেপি করছে। তিনি পূর্ব মেদিনীপুরের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা আগেই ‘গাদ্দার’কে চিনে নিয়েছিলেন।

অভিষেকের অভিযোগ এখনও কয়েকজন ‘অনুগামী’ দলে থেকে দলের বারোটা বাজানোর চেষ্টা করছে। কার অনুগামী সেই নাম উহ্য রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সভায় যাওয়ার পথেও এরকম কয়েকজন অনুগামীকে তিনি চিহ্নিত করেছেন। এদিনের সমাবেশেও তাঁরা উপস্থিত আছেন। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিষেকের স্পষ্ট বার্তা, কোনও ‘দাদার অনুগামী’ হয়ে তৃণমূলের থাকা যাবে না। তৃণমূলে সবাই একজনেরই অনুগামী- তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:শ্রমিকদের পক্ষ নিয়ে হলদিয়ার সমাবেশ থেকে ঠিকাদারদের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক

তোপ দেগে অভিষেক বলেন, মেদিনীপুরে একজনে গা জোয়ারি করেছে। আপনাদের সর্বনাশ করেছে আর নিজে কোটি কোটি টাকা করেছে। “টিভির পর্দায় পর্যন্ত টাকা নিতে দেখা গিয়েছে, লজ্জাও করে না।“ তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “তুমি অকৃতদার নও, তুমি অকৃতজ্ঞ। পূর্ব মেদিনীপুরের মানুষের আবেগ নিয়ে তুমি খেলেছো”। হলদিয়ার সম্মেলনে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বার্তা দেন, এবার থেকে সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ থাকবে মেদিনীপুরের মানুষের। আজ থেকেই সেই আত্মিক যোগাযোগ তৈরি হল বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একসঙ্গে অভিষেক জানান, মেদিনীপুরে যাঁরা এখনও জমির পাট্টা পাননি, তাঁদের বিষয় নিয়ে তিনি নিজে কথা বলবেন।




Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version