Wednesday, December 17, 2025

ED-CBI-এর ভয়ে মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছ, অকৃতজ্ঞ: নাম না করে শুভেন্দুকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

হলদিয়ার তৃণমূলের শ্রমিক সমাবেশ থেকে নাম না করে বিজেপি বিধায়ক বিধায়ক শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার রানিচক ময়দানের সমাবেশ থেকে অভিষেক বলেন, ED-CBI-এর ভয়ে মেদিনীপুর আবেগকে দিল্লিতে বিক্রি করেছে একজন। কটাক্ষ করে তিনি বলেন, ১১ বছর ধরে একটা লোক দলের বারোটা বাজিয়ে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) সঙ্গে দলের একটা দেওয়াল তুলে দিয়েছিল। আজ থেকে সেই দেওয়াল ভেঙে গেল বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়ে অভিষেক বলেন, পদলেহন করে বাঁচাতে চাইছেন একজন। সিবিআইয়ের ভয় পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “তুমি দুবার আমায় দিল্লি ডেকে পাঠিয়েছো। আমি তোমার দুজন সাংসদকে নিয়েছি। তৃণমূল দরজা খুলে দিলে তোমাদের দলটা উঠে যাবে”।

তৃণমূল সাংসদের স্পষ্ট বক্তব্য, আগেই তিনি বুঝতে পেরেছিলেন দলের একটা লোক বিজেপি করছে। তিনি পূর্ব মেদিনীপুরের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা আগেই ‘গাদ্দার’কে চিনে নিয়েছিলেন।

অভিষেকের অভিযোগ এখনও কয়েকজন ‘অনুগামী’ দলে থেকে দলের বারোটা বাজানোর চেষ্টা করছে। কার অনুগামী সেই নাম উহ্য রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সভায় যাওয়ার পথেও এরকম কয়েকজন অনুগামীকে তিনি চিহ্নিত করেছেন। এদিনের সমাবেশেও তাঁরা উপস্থিত আছেন। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিষেকের স্পষ্ট বার্তা, কোনও ‘দাদার অনুগামী’ হয়ে তৃণমূলের থাকা যাবে না। তৃণমূলে সবাই একজনেরই অনুগামী- তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:শ্রমিকদের পক্ষ নিয়ে হলদিয়ার সমাবেশ থেকে ঠিকাদারদের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক

তোপ দেগে অভিষেক বলেন, মেদিনীপুরে একজনে গা জোয়ারি করেছে। আপনাদের সর্বনাশ করেছে আর নিজে কোটি কোটি টাকা করেছে। “টিভির পর্দায় পর্যন্ত টাকা নিতে দেখা গিয়েছে, লজ্জাও করে না।“ তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “তুমি অকৃতদার নও, তুমি অকৃতজ্ঞ। পূর্ব মেদিনীপুরের মানুষের আবেগ নিয়ে তুমি খেলেছো”। হলদিয়ার সম্মেলনে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বার্তা দেন, এবার থেকে সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ থাকবে মেদিনীপুরের মানুষের। আজ থেকেই সেই আত্মিক যোগাযোগ তৈরি হল বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একসঙ্গে অভিষেক জানান, মেদিনীপুরে যাঁরা এখনও জমির পাট্টা পাননি, তাঁদের বিষয় নিয়ে তিনি নিজে কথা বলবেন।




spot_img

Related articles

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...