Tuesday, November 4, 2025

জেলবন্দি নভজ্যোৎ সিং সিধু, ডায়েট চার্ট শুনলে মাথা ঘুরবে আপনার

Date:

Share post:

জেল বন্দি পাঞ্জাবের (Punjab)প্রাক্তন কংগ্রেস(Congress) প্রধান। কিন্তু তাকে কী, জেলের ভেতরে রাজকীয় খাবার খাচ্ছেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu) । তাঁর ডায়েট চার্ট (Diet chart) শুনলে চোখ কপালে উঠবে আপনার।

জেলের (Jail) মধ্যে বন্দিদশা কাটাতে হচ্ছে অসুস্থ সিধুকে। খাওয়া-দাওয়ার ব্যাপারে বিশেষ নজর দিতে হবে বলেছেন তাঁর ডাক্তাররা। অতএব পাটিয়ালা রাজেন্দ্র হাসপাতাল থেকে তৈরি হয়েছে সিধুর স্পেশাল ডায়েট চার্ট( Special diet chart)। সেই তালিকা মেনে সকাল থেকে রাত পর্যন্ত যেভাবে খাবার দেওয়া হচ্ছে, তা জানলে আপনার মনে হবে জেলে নয় কোনও পাঁচতারা হোটেলে আছেন নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)।


কী আছে তার প্রতিদিনের খাদ্য তালিকায় ?

সকালে: ঘুম থেকে উঠেই এক কাপ রোজমেরি চা অথবা চালকুমড়োর জুস কিংবা ডাবের জল।

ব্রেকফাস্ট:  এক কাপ ল্যাকটোস ফ্রি দুধ, সূর্যমুখী বা চিয়া সিড। সঙ্গে থাকছে ৫-৬ পিস আমন্ড, একটি কাঠ বাদাম এবং একটি পেকান নাট৷

বেলা বাড়লে: বিট, শসা, মুসম্বি, তুলসি এবং পুদিনা পাতা, আমলা, সেলেরি পাতা, কাঁচা হলুদ, গাজর, অ্যালোভেরা- এর মধ্যে যে কোনও একটি উপাদান দিয়ে তৈরি জুস ৷ সেটা না থাকলে  তরমুজ, কিউয়ি, স্ট্রবেরি, পেয়ারা, আপেল – এর মধ্যে যেকোনও একটা ফল।

দুপুরের খাবার: স্পেশাল আটা দিয়ে তৈরি একটি রুটি, সঙ্গে মরশুমি সব্জির তরকারি৷ এর পাশাপাশি থাকছে  রায়তা অথবা গ্রিন স্যালাড বা এক গ্লাস লস্যি৷

বিকেলে:  চিনি ছাড়া এক কাপ লো ফ্যাট দুধ, ২৫ গ্রাম পনিরের এক পিস  অথবা অর্ধেক লেবু দিয়ে ২৫ গ্রাম টোফুর একটা টুকরো ।

রাতের খাবার:  বিভিন্ন সব্জির তরকারি এবং ডাল দিয়ে স্যুপ অথবা গাজর, বিন, ব্রকোলি, মাশরুম, বেল পেপার দিয়ে তৈরি স্যুপ। এর উপরে আবার গোলমরিচ ছড়িয়ে দেওয়া হচ্ছে।

শারিরীক অবস্থার কথা ভেবেই নাকি জেলের ভেতর এই আয়োজন। এই খবর প্রকাশ্যে আসতেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।



spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...