Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ চ‍্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শনিবার মধ‍্যরাতে লিভারপুলকে ১-০ গোলে হারাল করিম বেঞ্জিমারা। এই জয়ের ফলে ১৪ বার চ‍্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলল রিয়াল।

 

২) জর্ডনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে ০-২ গোলে হারল ভারতীয় দল। ম্যাচের শেষ পর্বে ভারতীয় দলের রক্ষণভাগ বলে কিছু খুঁজেই পাওয়া গেল না।

৩) একা লড়াই করেও দলকে জেতাতে পারলেন না লরা উলভার্ট। মহিলাদের টি-২০ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হরমনপ্রীত কউরের সুপারনোভাজ। ফাইনালে দীপ্তি শর্মার ভেলোসিটিকে চার রানে হারাল তারা।

৪) এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বে জাপানের কাছে হারের মধুর প্রতিশোধ নিল ভারতীয় হকি দল। সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে জাপানকে ২-১ গোলে হারাল টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ীরা।

৫) আজ আইপিএল ফাইনাল। ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়‍্যালস। প্রথম বছরই বাজিমাত করতে মরিয়া হার্দিকের গুজরাত। চ‍্যাম্পিয়ন হয়ে প্রয়াত ক্রিকেটার শেন ওয়ার্নকে উৎসর্গ করতে মরিয়া রাজস্থান।

আরও পড়ুন: Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

 

 

Previous articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ
Next articleব্লু টি এবার বাংলার বাজারেও, কেজি প্রতি কত দাম পড়বে জানেন?