Monday, May 12, 2025

আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি করেও প্রত্যাহার কেন্দ্রের

Date:

আধার কার্ডের(Aadhar card) জেরক্স নয়, কেবলমাত্র ‘মাস্কড’ আধার ব্যবহারের পরামর্শ দিয়ে গত ২৭ মে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এরপরই আধার কার্ডের তথ্য চুরির আশঙ্কায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রবিবার আরও একটি বিবৃতি জারি করে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিল সরকার। কেন্দ্রের(Central) তরফে জানানো হয়েছে, পূর্বের নির্দেশিকার ভুল ব্যাখ্যা করা হতে পারে যার জেরেই তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

গত ২৭ মে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে বলা হয়, কেউ যেন আধারের জেরক্স কোনও সংস্থার সঙ্গে শেয়ার না করেন। এটির অপব্যবহার হতে পারে। পরিবর্তে মাস্কড আধার ব্যবহার করা যাবে, যেটিতে স্রেফ আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যায়। প্রসঙ্গত, এর আগে মোদি সরকারের তরফেই বহু জায়গায় আধার কার্ডের জেরক্স কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারই উল্টো সুর শোনা যায় ২৭ তারিখের নির্দেশিকায়। বলা হয়, হোটেল কিংবা সিনেমা হলের মতো সংস্থা যাদের লাইসেন্স নেই, তারা আধার কার্ড জমা রাখতে পারবে না। প্রত্যেক নাগরিককে বলা হয়েছে, তাঁরা যেন নিশ্চিত করে নেন যে সংস্থার সঙ্গে আধার শেয়ার করছেন, তারা UIDAI থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা।

আরও পড়ুন:পড়াশুনো শুরু ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের, কথা রাখলেন ‘দিদি’

এর পাশাপাশি বলা হয়, কোনও সাইবার ক্যাফে থেকে আধার কার্ড ডাউনলোড না করার জন্য। আর যদি নিতান্তই তা করা হয়ে থাকে, সে ক্ষেত্রে সাইবার ক্যাফে ছাড়ার আগে কম্পিউটার থেকে সেভ করা কপি অবশ্যই যেন ডিলিট করা হয়। তবে কেন্দ্রের এই নির্দেশিকায় তথ্য চুরির আতঙ্ক ছড়াতেই তা প্রত্যাহার করে নিল সরকার।




Related articles

বিজেপি শাসিত রাজ্যে নৃশংশ ঘটনা, মায়ের প্রেমিকের হাতে খুন ১০ বছরের বালক

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে এবার প্রেমিকের সহায়তায় ১০ বছরের বালককে হত্যা(Murder) করে কাটা দেহ স্যুটকেসে লুকিয়ে রাখলেন মা।...

ভারত-পাক সংঘর্ষের আবহে আজ রাত ৮টায় জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রী মোদির

পাকিস্তানের সঙ্গে আপাত সংঘর্ষ বিরতির আবহে রাত ৮টা নাগাদ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

খুলে দেওয়া হল সাময়িক বন্ধ ৩২ বিমান বন্দর, উড়ান স্বাভাবিক হতে সময় লাগবে

সংঘর্ষ বিরতির পরিস্থিতিতেও আশ্বস্ত হতে পারছিল না ভারত। পাকিস্তানের বিশ্বাসঘাতকতার জেরে শনিবারও ক্ষেপনাস্ত্রের আঘাত লেগেছে পশ্চিমের রাজ্যগুলিতে। তবে...

স্বাস্থ্যসাথীতে একবছরে ৬ হাজার রোগীর অস্ত্রোপচার, ২০৯১ কোটি টাকার পরিষেবা রাজ্যের

স্বাস্থ্যসাথী(Swasthya Sathi) প্রকল্পে রাজ্য সরকার ২০৯১ কোটি টাকার পরিষেবা দিল বিনামূল্যে। বিগত বছরে রাজ্যের ৬ হাজার রোগীর জটিল...
Exit mobile version