Friday, August 22, 2025

নির্ধারিত সময়ের তিনদিন আগেই বর্ষা চলে এল।  রবিবার মৌসম ভবন সরকারিভাবে  ঘোষণা করে জানিয়ে দিয়েছে কেরলে বর্ষা চলে এসেছে। বাংলায় হয়তো আর  মাত্র এক সপ্তাহের অপেক্ষা। হাওয়া অফিসের তথ্য অনুযায়ী,  সাধারণত জুন মাসের ১ তারিখকেই ভারতে বর্ষার আগমণের  দিন হিসেবে গণ্য করা হয়। কিন্তু ব্যতিক্রম ঘটল এবার। তিনদিন আগেই , ২৯ মে চলে এল বর্ষা। এর আগে ২০১৮ সালেও একই ঘটনা ঘটেছিল।  ২৯ মে বর্ষা ঢুকেছিল দেশে।

তাহলে বাংলায় বর্ষা আসবে কবে? মৌসম ভবনের পূর্বাভাস, আর  হয়তো মাত্র সাতদিনের অপেক্ষা। বাংলায় বর্যা সাধারণত  উত্তরবঙ্গ হয়ে ঢোকে। বর্ষা  প্রথম আসে উত্তরবঙ্গে। তারপর দক্ষিণে । কেরলে ১ জুন এলে সেই হিসাব অনুযায়ী সাধারণত জুনের ৮ থেকে ১০ তারিখের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা  চলে আসে। কিন্তু যেহেতু এ বছর কেরলে তিন দিন আগেই বর্ষা চলে এসেছে তাই  উত্তরবঙ্গেও সময়ের আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর চলে আসাার সম্ভাবনা প্রবল।

তবে প্রতি বছরই  যে একেবারে সঠিক  দিন ক্ষণ মেনে বর্ষা ঢোকে তা নয়। বঙ্গোপসাগরের উপরে থাকা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর খেয়াল খুশির উপর নির্ভর করে পুরোটাই। মৌসম ভবন জানিয়েছে, গত ১০ বছরে ১ জুন দেশে বর্ষা ঢুকেছে মাত্র দু’বার।  মে মাসে অর্থাৎ আগাম  বর্ষা চলে এসেছিল ২০১৭ এবং ২০১৮ সালে। প্রায় এক সপ্তাহ দেরি করে বর্ষা এসেছিল ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৯ সালে ।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version