Thursday, August 21, 2025

UEFA Champions Legue: উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ চ‍্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র

Date:

উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions Legue) চ‍্যাম্পিয়ন হল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। শনিবার মধ‍্যরাতে লিভারপুলকে ( Liverpool) ১-০ গোলে হারাল করিম বেঞ্জিমারা। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। এই জয়ের ফলে ১৪ বার চ‍্যাম্পিয়ন্স লিগ খেতাব ঘরে তুলল কার্লো আনসেলোত্তির দল।

শনিবার মধ‍্যরাতে ছিল ফুটবল যুদ্ধ। উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল। ম‍্যাচের শুরুর আগেই ঘটে বিপত্তি। নির্ধারিত সময়ের থেকে প্রায় ৩০ মিনিট দেড়িতে শুরু হয় হাইভোল্টেজ ম‍্যাচ। নিরাপত্তাজনিত কারণে ম্যাচ শুরু হওয়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে, বলে জানান হয়। যদিও সব বাঁধা বিপত্তি কাটিয়ে শুরু হয় ম‍্যাচ। ম‍্যাচের শুরুটা ভালোই করছিল ইয়র্গেন ক্লপের ছেলেরা। একের পর এক আক্রমণে ঝাঁপায় সাদিও মানে, মহম্মদ শালাহরা। তবে রিয়ালের গোলরক্ষক কুর্তোয়া যেন এদিন ছিল হার না মানসিকতায়। একের পর এক সেভ করে দলকে ভরসা দেন তিনি। এরপরই ম‍্যাচে ফিরতে শুরু করে রিয়াল। জালে বল জড়িয়ে দেন করিম বেঞ্জিমা। যদিও ভিএআর পদ্ধতি অফসাইডের কারণে বাতিল হয় সেই গোলটি। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় দুই দলই।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁজ বাড়ায় রিয়াল। যার ফলে ৫৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের করা গোলে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর পাল্টা আক্রমণ চালায় লিভারপুল। যদিও ম‍্যাচে ছিল তাদের একাধিক মিস। আর ৯০ মিনিটের পর তারই খেসারত দিতে হল ইয়র্গেন ক্লপের দলকে। খেতাব হাতছাড়া হয় তাদের।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...
Exit mobile version