Wednesday, December 17, 2025

ঠিক জায়গায় ঢিলটা পড়েছে: মন্তব্য-বিতর্কে শ্যামনগরের জনসভা থেকে রাজ্যপালকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

হলদিয়ার শ্রমিক সমাবেশে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। সেই নিয়ে ‘সীমা লঙ্ঘন’ করার অভিযোগ করেন রাজ্যপাল। সোমবার, শ্যামনগরের জনসভা থেকে তাঁকে ধুয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তীব্র কটাক্ষ করে তিনি বলেন, “রাজ্যপাল বলেছেন, আমি সীমারেখা অতিক্রম করেছি। আমি কী বলেছি? বিচারব্যবস্থায় ৯৯% খুব ভাল। কিন্তু ১ শতাংশ সরকারি আধিকারিকের কথায় কাজ করছে। আমি বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করেছিলাম, উত্তর দিচ্ছেন রাজ্যপাল। মানে ঠিক জায়গায় ঢিলটা পড়েছে। মৌচাকে ঢিল পড়েছে। ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি!”

অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন, বিজেপির (BJP) প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) যখন কদর্য ভাষায় পুলিশ প্রশাসনকে আক্রমণ করেন তখন রাজ্যপাল নীরব কেন? বিচারব্যবস্থাকে কেউ যাদি অপমানিত করে, সেটা বিজেপি নেতা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব করেছেন। সেই বিষয় নিয়ে রাজ্যপাল কেন কোনও মন্তব্য করেন না।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেও সুর চড়ান অভিষেক। বলেন, সারদাকর্তা সুদীপ্ত সেনের সঙ্গে একমঞ্চে ছবি বলে মদন মিত্রের ৩বছরের জেল হল। আর নীরব মোদির সঙ্গেও নরেন্দ্র মোদির ছবি দেখা গিয়েছে। তাহলে তাঁর তিনবছরের জেল হবে না কেন! একই সঙ্গে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, বিধানসভা নির্বাচনে ভরা ডুবি হওয়ার পরেই তৃণমূলের তিন নেতা-মন্ত্রীকে ডাকা হয়েছিল। অথচ নারদকাণ্ডে যাঁকে টাকা নিতে দেখা গিয়েছিল, যাঁর নামে সুদীপ্ত সেন তাঁর চিঠিতে লিখছেন যে কোটি কোটি টাকা দিয়েছেন বিজেপি সেই মস্তানকে কেন ‘ডাকা’ হল না! নাম না করে বিজেপি বিধায়ককে তুমুল আক্রমণ করেন অভিষেক।

তৃণমূল সাংসদ বলেন, সুপ্রিমকোর্ট-হাইকোর্টের রায় আমাদের কাছে শিরোধার্য। সুপ্রিমকোর্টের মেরুদণ্ড সোজা তাই দেশের আইনশৃঙ্খলা বজায় হয়েছে।

আরও পড়ুন:কে ফোনে হুমকি দিত রোজ রাতে ! আত্মঘাতী  সরস্বতীকে নিয়ে রহস্য ঘনীভূত

 

 

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...