Friday, August 29, 2025

মঞ্চে তুলে অভিযোগকারীকে দিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার মুখ থেকেই শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অভিযোগ ছিল বলরামপুর বিএলআরও অফিসের(BLRO Office) উলটোদিকে থাকা দুই দোকানের মালিক জমির মিউটেশন নিয়ে দালালি করেন। এরপরই ওই দুই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমতো পদক্ষেপ নিল পুলিশ। দুটি দোকান সিল করার পাশাপাশি আটক করা হল দুই দোকানের মালিক নিশীথরঞ্জন মাহাত ও রামজীবন মাহান্তীকে।

পুরুলিয়া জেলায় ভূমি দপ্তরের সমস্যা বহুদিনের। হুড়া, বলরামপুর ব্লকে জমির মিউটেশন নিয়ে নানা অভিযোগ জমা হচ্ছিল। বার বার অভিযোগ ওঠা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। এরপর সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে সেই সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করে আনেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকেই জানান, বিএলআরও অফিসের সামনে দুটি দোকানে বেআইনি কাজ হয় টাকার বিনিময়ে। পাশাপাশি এই ঘটনায় ভুক্তভোগী স্থানীয় মানুষদেরও প্রশাসনিক বৈঠকে হাজির করিয়ে তাদের মুখ থেকেই সবটা বলান মুখ্যমন্ত্রী। এরপরই বলরামপুর ও হুড়ার বিডিওদের দাঁড় করিয়ে জমির বেআইনি কাজকর্ম নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।

আরও পড়ুন:আমার দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম: পুরুলিয়ার জেলাশাসককে তোপ মমতার

মুখ্যমন্ত্রী জানান, ওই দুই দোকানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে হবে। তিনি বলেন, “আমি বলছি মানে, এখনই কাজ হয়ে যাবে। তবেই তাকে কাজ বলে।” সঙ্গে সঙ্গেই এবার পদক্ষেপ নিল বলরামপুর থানা। দুটি দোকান সিল করার পাশাপাশি দোকান মালিকদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এ বিষয়ে পুরুলিয়ার এসপি এস সেলভামুরুগন বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আমরা কাজ করেছি। ওই দুই দোকানদারকে থানায় নিয়ে আসা হয়েছে। শুরু হয়েছে জেরা। দোকান দুটি সিল করে দিয়েছি।”




Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version