Thursday, August 21, 2025

Hardik Pandya: আইপিএলে অভিষেকেই ট্রফি জয় গুজরাতের, চ‍্যাম্পিয়ন হয়ে কী বললেন গুজরাত অধিনায়ক?

Date:

২০২২ আইপিএলের (IPL) অভিষেকেই চ‍্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujrat Titans)। রবিবার তারা ৭ উইকেটে হারায় রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। শুধু চ‍্যাম্পিয়নই নয়, গুজরাত ছিল লিগ পর্বে পয়েন্ট টেবিলেরও শীর্ষে। এবং প্লে অফে প্রথম দল হিসেবে নিজেদের জায়গা করে নেয়। আর দলের এই সাফল্যে উচ্ছসিত গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। জয়ের পর পান্ডিয়া, দলের সকল সদস্যদের প্রশংসা করেছেন। প্রশংসা করেন গুজরাতের সাপোর্ট স্টাফদেরও।

এদিন জয়ের পর হার্দিক বলেন, “সাপোর্ট স্টাফরা ক্রিকেটারদের জন্য যে ধরনের সমর্থন দেখিয়েছেন তা সত‍্যিই বিস্ময়কর। এটি বিশ্বের প্রতিটি দলের জন্য সঠিক উদাহরণ যে আপনি যদি একটি দল হিসাবে খেলতে পারেন তবে আপনি বিস্ময়কর কিছু কাজ করে দেখাতে পারেন।”

এদিকে চলতি আইপিএলে ওপরের দিকে ব‍্যাট করেছেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্স বা ভারতীয় দলের হয়ে ফিনিশার হিসাবে খেললেও, গুজরাটের জন্য যে তাঁকে ওপরের দিকে ব্যাট করেছেন। এইনিয়ে হার্দিক বলেন, “আমি সবসময়ই নিজেকে ব্যাটার হিসাবেই মনে করি। ব্যাটিংটাই আমি বেশি ভাল করতে পারি। এটাই আমার বেশি পছন্দের। নিলাম শেষ হওয়ার পরেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমায় এ মরশুমে ওপেরর দিকে ব্যাট করতে হবে।’

তবে ওপরের দিকে ব্যাট করে রান করলেও, হার্দিকের এ মরশুমে স্ট্রাইক রেট ১৩১.২৭। তাঁর আইপিএল কেরিয়ারের ১৪৭.৫৯-র স্ট্রাইক রেট থেকে বেশ খানিকটা কম। এই বিষয় নিয়ে অনেকে ভ্রু কুঁচকলেও, হার্দিক তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছেন না। এই নিয়ে হার্দিক বলেন,”১৬০-১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের থেকে আমার কাছে সর্বদা ট্রফি জয় বেশি গুরুত্বপূর্ণ। দলের প্রয়োজনীয়তাটা আমার কাছে সবসময়ই আগে থাকবে। বাইরের লোকে কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না। আমার খারাপ মরশুমে যদি দল জেতে, তাহলে আমি সেটার জন্যও প্রস্তুত।”

আরও পড়ুন:Jos Buttler: কমলা টুপির পাশাপাশি আর কী কী পুরস্কার পেলেন বাটলার? চলুন একনজরে দেখেনি

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version