Sunday, November 16, 2025

করোনায় অনাথ শিশুদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, ঘোষণা মোদির

Date:

করোনায় অনাথ শিশুদের(Orphan) জন্য বড় ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে পিএম কেয়ার ফর চিলড্রেন(PM Care for Children) স্কিমের আওতায় এই সমস্ত অনাথ শিশুদের ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ(Schollarship) দেওয়া হবে। পাশাপাশি অন্ত্যোদয় প্রকল্পের মাধ্যমে তাদের জন্য মাসে চার হাজার টাকার ব্যবস্থাও করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১৮ বছর থেকে ২৩ বছর পর্যন্ত একটি বৃত্তি পাবেন এইসব অনাথ শিশুরা। এদের বয়স ২৩ বছর হলে তিনি ১০ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। অসুস্থতায় পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা।

এপ্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী জানান, করোনায় যারা নিজের পরিবারকে হারিয়েছে তাদের জন্য এটা একটি ক্ষুদ্র প্রচেষ্টা। পিএম কেয়ারস ফর চিলড্রেন-এর মাধ্যমে সেইসকল অনাথ শিশুদের জন্য সরকার উদ্দ্যোগ নিয়েছে। এবং আমি খুশি এই শিশুদের পড়াশোনার জন্য তাদের বাড়ির কাছের সরকারি বা বেসরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সেইসব অনাথ শিশুদের পাশে দাড়ানোর চেষ্টা করছে, এবং তাদের জন্য একটি বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। করোনা মহামারীর কারণে সারা বিশ্ব বিপর্যস্ত। যে সাহস ও ধৈর্যের সঙ্গে দেশবাসী এই সংকট মোকাবেলা করেছেন, সেই সাহসের জন্য আমি তাঁদের সকলকে স্যালুট জানাই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নয়া এই প্রকল্পের মাধ্যমে শিশুদের খাদ্য, বাসস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষা ও বৃত্তির মাধ্যমে এই ধরনের শিশুদের ক্ষমতায়ন করা এবং ২৩ বছর বয়সে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়ে তাদের স্বনির্ভর করা। এবং এই স্কিমে ওই সকল শিশুদের আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার ব্যবস্থা।




Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...
Exit mobile version