Sunday, November 16, 2025

‘পশ্চিমবঙ্গ ফাইলস’! বাংলা বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

এবার রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে বাংলা সম্পর্কেই অবমাননাকর অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার (Subhas Sarkar)। বিজেপির (BJP) একসভায় তিনি বলেন, কাশ্মীর ফাইলসের (The Kashmir Files) মতো ভবিষ্যতে তৈরি হবে ‘পশ্চিমবঙ্গ ফাইলস’। সুভাষ সরকারের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছে তৃণমূল (TMC)।

রবিবার, বাঁকুড়ার লাগোয়া পুয়াবাগান এলাকায় একটি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ। সেখানেই তৃণমূলকে নিশানা করেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও অভিযোগের আঙুল তোলেন। বিজেপির যখন ঘর ভাঙছে তখন দলের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি বলেন, “যেমন কাশ্মীর ফাইলস হয়েছে, তেমনই পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে।” সুভাষের মতে, ইতিহাস কখনও চাপা থাকে না। তা একদিন প্রকাশ্যে আসবেই।

বিজেপি মন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বিজেপি পিএম কেয়ারের নামে নিজেদের কেয়ার করছে, আগে সেটা দেখুন উনি”। খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি বলেন, “বাংলায় এমন কিছুই ঘটেনি যার জন্য পশ্চিমবঙ্গ ফাইলস তৈরি হবে। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। সেই কারণেই এই ধরণের মন্তব্য করছেন।” তবে, শুধু তৃণমূল নয়, বাংলার প্রতি এই ধরনের অবমাননাকর মন্তব্যের নিন্দা করেছে সবমহল।

আরও পড়ুন- জনজোয়ার: আহত মহিলা সমর্থকের শুশ্রুষার ব্যবস্থা করলেন অভিষেক, মেগা জনসভায় আবেগে ভাসল শ্যামনগর

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version