Monday, May 5, 2025

করোনায় অনাথ শিশুদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, ঘোষণা মোদির

Date:

করোনায় অনাথ শিশুদের(Orphan) জন্য বড় ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে পিএম কেয়ার ফর চিলড্রেন(PM Care for Children) স্কিমের আওতায় এই সমস্ত অনাথ শিশুদের ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ(Schollarship) দেওয়া হবে। পাশাপাশি অন্ত্যোদয় প্রকল্পের মাধ্যমে তাদের জন্য মাসে চার হাজার টাকার ব্যবস্থাও করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১৮ বছর থেকে ২৩ বছর পর্যন্ত একটি বৃত্তি পাবেন এইসব অনাথ শিশুরা। এদের বয়স ২৩ বছর হলে তিনি ১০ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। অসুস্থতায় পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা।

এপ্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী জানান, করোনায় যারা নিজের পরিবারকে হারিয়েছে তাদের জন্য এটা একটি ক্ষুদ্র প্রচেষ্টা। পিএম কেয়ারস ফর চিলড্রেন-এর মাধ্যমে সেইসকল অনাথ শিশুদের জন্য সরকার উদ্দ্যোগ নিয়েছে। এবং আমি খুশি এই শিশুদের পড়াশোনার জন্য তাদের বাড়ির কাছের সরকারি বা বেসরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সেইসব অনাথ শিশুদের পাশে দাড়ানোর চেষ্টা করছে, এবং তাদের জন্য একটি বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। করোনা মহামারীর কারণে সারা বিশ্ব বিপর্যস্ত। যে সাহস ও ধৈর্যের সঙ্গে দেশবাসী এই সংকট মোকাবেলা করেছেন, সেই সাহসের জন্য আমি তাঁদের সকলকে স্যালুট জানাই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নয়া এই প্রকল্পের মাধ্যমে শিশুদের খাদ্য, বাসস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষা ও বৃত্তির মাধ্যমে এই ধরনের শিশুদের ক্ষমতায়ন করা এবং ২৩ বছর বয়সে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়ে তাদের স্বনির্ভর করা। এবং এই স্কিমে ওই সকল শিশুদের আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার ব্যবস্থা।




Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version