Tuesday, August 26, 2025

করোনায় অনাথ শিশুদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ, ঘোষণা মোদির

Date:

করোনায় অনাথ শিশুদের(Orphan) জন্য বড় ঘোষণা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এদিন প্রধানমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে পিএম কেয়ার ফর চিলড্রেন(PM Care for Children) স্কিমের আওতায় এই সমস্ত অনাথ শিশুদের ১০ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ(Schollarship) দেওয়া হবে। পাশাপাশি অন্ত্যোদয় প্রকল্পের মাধ্যমে তাদের জন্য মাসে চার হাজার টাকার ব্যবস্থাও করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ১৮ বছর থেকে ২৩ বছর পর্যন্ত একটি বৃত্তি পাবেন এইসব অনাথ শিশুরা। এদের বয়স ২৩ বছর হলে তিনি ১০ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবেন। অসুস্থতায় পাবেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা।

এপ্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রী জানান, করোনায় যারা নিজের পরিবারকে হারিয়েছে তাদের জন্য এটা একটি ক্ষুদ্র প্রচেষ্টা। পিএম কেয়ারস ফর চিলড্রেন-এর মাধ্যমে সেইসকল অনাথ শিশুদের জন্য সরকার উদ্দ্যোগ নিয়েছে। এবং আমি খুশি এই শিশুদের পড়াশোনার জন্য তাদের বাড়ির কাছের সরকারি বা বেসরকারি স্কুলে ভর্তির ব্যবস্থা করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকার সেইসব অনাথ শিশুদের পাশে দাড়ানোর চেষ্টা করছে, এবং তাদের জন্য একটি বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। করোনা মহামারীর কারণে সারা বিশ্ব বিপর্যস্ত। যে সাহস ও ধৈর্যের সঙ্গে দেশবাসী এই সংকট মোকাবেলা করেছেন, সেই সাহসের জন্য আমি তাঁদের সকলকে স্যালুট জানাই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নয়া এই প্রকল্পের মাধ্যমে শিশুদের খাদ্য, বাসস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। শিক্ষা ও বৃত্তির মাধ্যমে এই ধরনের শিশুদের ক্ষমতায়ন করা এবং ২৩ বছর বয়সে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়ে তাদের স্বনির্ভর করা। এবং এই স্কিমে ওই সকল শিশুদের আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার ব্যবস্থা।




Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version