Thursday, August 21, 2025

Gujrat Titans: গুজরাতের জয়ের পিছনে রয়েছে বাংলার দুই ক্রিকেটার, আইপিএল চ‍্যাম্পিয়ন হয়ে কী বললেন ঋদ্ধি-শামি?

Date:

Share post:

আইপিএলের ( IPL) অভিষেকেই বাজিমাত গুজরাত টাইটান্সের (Gujrat Titans)। ২০২২ আইপিএল চ‍্যাম্পিয়ন হয় হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। আর এই জয়ে নেপথ্যে রয়েছেন বাংলার দুই ক্রিকেটার। তাঁরা হলেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবং মহম্মদ শামি (Mohammad Shami)। এই আইপিএলটা ছিল তাদের প্রমাণ করার মঞ্চ। আর তাই যেন করলেন এই দুই বঙ্গ ক্রিকেটার। ম‍্যাচ শেষে যেন সেই কথাই ঝড়ে পড়ল তাদের গলায়।

২০২২ আইপিএলের আগে নানা বিতর্কের মধ‍্যে ছিলেন ঋদ্ধি। ভারতীয় দল থেকে বাঁদ পড়া, বাংলার হয়ে ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলা এবং ২০২২ আইপিএলের নিলামে প্রথমে দল না পাওয়। সব জবাব যেন ঋদ্ধির দেওয়ার মঞ্চ ছিল এই আইপিএল। আর সেটাই করলেন বাংলার এই উইকেটরক্ষক। দিলেন জবাব তাঁর পারফরম্যান্স দিয়ে। এ বারের আইপিএলে ১১টি ম্যাচ খেলে করলেন ৩১৭ রান। সেই দলেই ছিলেন বাংলার আরেক ক্রিকেটার মহম্মদ শামি। এই আইপিএলে ১৬ ম্যাচ খেলে তাঁর সংগ্রহ মোট ২০টি উইকেট। গুজরাতকে আইপিএলের ট্রফি জেতানোর পিছনে বড় ভূমিকা নিলেন এই দুই ক্রিকেটার।

রবিবার আইপিএল চ‍্যাম্পিয়ন হওয়ার পর ঋদ্ধি বলেন, ” এটা আমার পঞ্চম আইপিএল ফাইনাল। দ্বিতীয় বার আইপিএল জিতলাম, ভালো লাগছে। নিলামের পর অনেকে বলেছিল যে আমাদের দল ভাল হয়নি। আমরা তাদের ভুল প্রমাণ করলাম।”

এর পাশাপাশি মহম্মদ শামির প্রশংসাও করেন ঋদ্ধি। ঋদ্ধি প্রশংসা করেন এই আইপিএলে শামির প্রথম বলটির। যে বলে কে এল রাহুলের উইকেট তুলে নিয়েছিলেন বাংলার এই পেসার। সেই বলের প্রশংসায় ঋদ্ধি বলেন, “ও প্রথম যে বলটা করেছিল সেটা অসাধারণ। সবাই অবদান রেখেছে। এটা দলগত ভাবে ভাল খেলার জন্যই সম্ভব হয়েছে।”

অপরদিকে মহম্মদ শামি বলেন, “প্রতিযোগিতাটা ভাল ভাবে শুরু করা প্রয়োজন ছিল। সেটাই করেছি। দলকে একটা ছাঁচে ফেলে দিতে চেয়েছিলাম। দলের হয়ে ভাল শুরু করব এটাই আমার মাথায় ছিল। ঋদ্ধির সঙ্গে আমার ২০ বছরের সম্পর্ক। আমরা একে অপরকে খুব ভাল ভাবে বুঝতে পারি। ভালো লাগছে এই জয় পেয়ে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...