Sunday, November 9, 2025

প্রেসক্রিপশন ছাড়াই মিলবে ওষুধ, বিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যমন্ত্রকের

Date:

Share post:

এবার থেকে শপিং মলে(shopping mall) মিলবে ওষুধ। প্রেসক্রিপশন (prescription)ছাড়াই পাবেন প্যারাসিটামল (Paracetamol)বা চুলকানির ওষুধ। কোষ্ঠকাঠিন্যের (constipation) ওষুধ কিনতে হলে এবার আর ওষুধের দোকানে ছুটতে হবে না, বাড়ির সামনের স্টেশনারি দোকানে(stationery shop)  পেয়ে যাবেন সহজেই, এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রক( ministry of health and family affairs)।

শরীর অসুস্থ হলে চিকিৎসা করতে হয়। তার জন্য ওষুধ খেতে হয়। এবার থেকে সেই ওষুধ কিনতে আর আপনাকে ওষুধের দোকানে যেতে হবে না। নিজের এলাকার স্টেশনারি দোকানে বা ধরুন শপিং করতে গিয়ে শপিং মলেই পাওয়া যাবে বেশ কিছু ওষুধ। তার জন্য প্রেসক্রিপশন লাগবেনা।স্বাস্থ্যমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  এই তালিকায় ১৬টি ওষুধ রয়েছে। যা এখন থেকেই বিক্রি হবে যে কোনও শপিং মলে। অর্থাৎ এখন থেকে এই ১৬টি ওষুধকে ‘ওভার দ্য কাউন্টার সেল’ হিসাবে চিহ্নিত করল কেন্দ্র। কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা কতটা সঠিক সিদ্ধান্ত?  আর কী করেই বা  তাতে সায় দিল কেন্দ্র উঠছে প্রশ্ন । স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু রোগের চিকিৎসা শুরু করার জন্য আর চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হবে না। ফলে দ্রুত ওষুধ কিনতে পারলে রোগীর পক্ষে মঙ্গলজনক হবে। কোন কোন ওষুধ রয়েছে তালিকায়?

• জ্বর-সর্দির জন্য ব্যবহৃত প্যারাসিটামল-৫০০ (Paracetamol 500)
• ফেরিডামিন জাতীয় চুলকানির ওষুধ
• ক্যালামাইন লোশন জাতীয় অ্যান্টিসেপটিক
• কাশি কমানোর ডেক্সট্রমেথফোর্ন হাইড্রব্রোমাইড
•  ফেরিডামিন জাতীয় ওষুধ
• ডাইফেনহাইড্রেমাইন ২৫ মিলিগ্রাম ক্যাপসুল( এলার্জি কমানোর ওষুধ)
•  ল্যাকটুলোজ সলিউশন (১০ মিলিগ্রাম)
• জাইলোমেটাজোলাইন হাইড্রোক্লোরাইড

এখন প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তের ফল হিতে বিপরীত হবে না তো ? স্বাস্থ্যমন্ত্রকের ওভার দ্য কাউন্টার সেল’ বিজ্ঞপ্তি জানিয়ে দোকানদার বা বিক্রেতার জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, যেহেতু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া হচ্ছে,তাই ওষুধের প্যাকেটের সঙ্গে ‘পেশেন্ট ইনফরমেশন লিফলেট’ জুড়ে দিতে হবে। অর্থাৎ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
দ্বিতীয়ত,এমআরপি – এর থেকে বেশি দামি ওষুধ বিক্রি হবে না।
তৃতীয়ত, রোগীকে পাঁচদিনের বেশি ওষুধ বিক্রি করা যাবে না।

তবে মাথায় রাখতে হবে এই ওষুধ খেয়েও যদি রোগ না কমে বা কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সে ক্ষেত্রে, ডাক্তারের সঙ্গে অবিলম্বে পরামর্শ করা দরকার।



spot_img

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...