Sunday, August 24, 2025

প্রেসক্রিপশন ছাড়াই মিলবে ওষুধ, বিজ্ঞপ্তি প্রকাশ স্বাস্থ্যমন্ত্রকের

Date:

এবার থেকে শপিং মলে(shopping mall) মিলবে ওষুধ। প্রেসক্রিপশন (prescription)ছাড়াই পাবেন প্যারাসিটামল (Paracetamol)বা চুলকানির ওষুধ। কোষ্ঠকাঠিন্যের (constipation) ওষুধ কিনতে হলে এবার আর ওষুধের দোকানে ছুটতে হবে না, বাড়ির সামনের স্টেশনারি দোকানে(stationery shop)  পেয়ে যাবেন সহজেই, এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যমন্ত্রক( ministry of health and family affairs)।

শরীর অসুস্থ হলে চিকিৎসা করতে হয়। তার জন্য ওষুধ খেতে হয়। এবার থেকে সেই ওষুধ কিনতে আর আপনাকে ওষুধের দোকানে যেতে হবে না। নিজের এলাকার স্টেশনারি দোকানে বা ধরুন শপিং করতে গিয়ে শপিং মলেই পাওয়া যাবে বেশ কিছু ওষুধ। তার জন্য প্রেসক্রিপশন লাগবেনা।স্বাস্থ্যমন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  এই তালিকায় ১৬টি ওষুধ রয়েছে। যা এখন থেকেই বিক্রি হবে যে কোনও শপিং মলে। অর্থাৎ এখন থেকে এই ১৬টি ওষুধকে ‘ওভার দ্য কাউন্টার সেল’ হিসাবে চিহ্নিত করল কেন্দ্র। কিন্তু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কেনা কতটা সঠিক সিদ্ধান্ত?  আর কী করেই বা  তাতে সায় দিল কেন্দ্র উঠছে প্রশ্ন । স্বাস্থ্য মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু রোগের চিকিৎসা শুরু করার জন্য আর চিকিৎসকের প্রেসক্রিপশনের প্রয়োজন হবে না। ফলে দ্রুত ওষুধ কিনতে পারলে রোগীর পক্ষে মঙ্গলজনক হবে। কোন কোন ওষুধ রয়েছে তালিকায়?

• জ্বর-সর্দির জন্য ব্যবহৃত প্যারাসিটামল-৫০০ (Paracetamol 500)
• ফেরিডামিন জাতীয় চুলকানির ওষুধ
• ক্যালামাইন লোশন জাতীয় অ্যান্টিসেপটিক
• কাশি কমানোর ডেক্সট্রমেথফোর্ন হাইড্রব্রোমাইড
•  ফেরিডামিন জাতীয় ওষুধ
• ডাইফেনহাইড্রেমাইন ২৫ মিলিগ্রাম ক্যাপসুল( এলার্জি কমানোর ওষুধ)
•  ল্যাকটুলোজ সলিউশন (১০ মিলিগ্রাম)
• জাইলোমেটাজোলাইন হাইড্রোক্লোরাইড

এখন প্রশ্ন উঠছে এই সিদ্ধান্তের ফল হিতে বিপরীত হবে না তো ? স্বাস্থ্যমন্ত্রকের ওভার দ্য কাউন্টার সেল’ বিজ্ঞপ্তি জানিয়ে দোকানদার বা বিক্রেতার জন্য কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, যেহেতু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেওয়া হচ্ছে,তাই ওষুধের প্যাকেটের সঙ্গে ‘পেশেন্ট ইনফরমেশন লিফলেট’ জুড়ে দিতে হবে। অর্থাৎ ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
দ্বিতীয়ত,এমআরপি – এর থেকে বেশি দামি ওষুধ বিক্রি হবে না।
তৃতীয়ত, রোগীকে পাঁচদিনের বেশি ওষুধ বিক্রি করা যাবে না।

তবে মাথায় রাখতে হবে এই ওষুধ খেয়েও যদি রোগ না কমে বা কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সে ক্ষেত্রে, ডাক্তারের সঙ্গে অবিলম্বে পরামর্শ করা দরকার।



Related articles

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...
Exit mobile version